ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্লাইন্ড ক্রিকেট দলকে সংসদের সংবর্ধনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
ব্লাইন্ড ক্রিকেট দলকে সংসদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘ত্রিবংঙ্গীয় ক্রিকেট টুর্নামেন্ট’ এ চাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে জাতীয় সংসদ।

কলকাতায় অনুষ্ঠিত ‘ত্রিবংঙ্গীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে’ যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল।



বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের আইপিডি কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ব্লাইন্ড ক্রিকেট দলের সদস্য ও এর সঙ্গে সংশ্লিষ্টদের সংবর্ধনা দেওয়া হয়।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ব্লাইন্ড ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন। এছাড়া দলের কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্টদের সংবর্ধনা দেওয়া হয়।

জাতীয় সংসদের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
 
ব্লাইন্ড ক্রিকেটারদের ক্রিস্ট উপহার দেওয়ার আগে ডেপুটি স্পিকার বলেন,বর্তমান সরকার যেভাবে ক্রিকেটসহ সব খেলার পৃষ্ঠপোষকতা করছে তাতে সেই দিন খুব বেশি দূরে নেই যে, যেদিন বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

ফজলে রাব্বী বলেন, আমাদের ব্লাইন্ড ক্রিকেট দল ত্রিবংঙ্গীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে যুগ্মভাবে চাম্পিয়ন হয়ে দেশের গৌরব বয়ে এনেছে। আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছে। আশা করি আগামীতে আরও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে লাল সবুজের পতাকা উড়িয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

কলকাতায় ত্রিবংঙ্গীয় ক্রিকেট টুর্নামেন্টে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল অংশ নেয়।
 
অনুষ্ঠানে ব্লাইন্ড ক্রিকেট দলের জন্য একটি মাঠ দাবি করা হয়। বর্তমানে ব্লাইন্ড ক্রিকেট দলের সদস্যদের অনুশীলন করার মতো উপযুক্ত কোনো মাঠ নেই বলে জানান বাংলাদেশ ব্লাইড ক্রিকেট দলের কর্মকর্তারা।

ওই টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে মানিকগঞ্জের মনটপ পুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩ মাসের অনুশীলন করে দলটি।

খেলার মাঠ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত হলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ আরও বেশি উজ্জ্বল করা সম্ভব হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা।

জাতীয় সংসদের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এম হারুন অর রশিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দিদারুল আলম, কোচ ছানোয়ার আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫ (আপডেট: ১৫৫৫ ঘণ্টা)
এসএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।