ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আমিরকে সামলাতে প্রস্তুত ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আমিরকে সামলাতে প্রস্তুত ইংল্যান্ড

ঢাকা: ২০১০ সালের পাকিস্তান ক্রিটেক দলের ইংল্যান্ড সফরের পর কেটে গেছে পাঁচ বছর। দু’দল মাঝে সংযুক্ত আরব আমিরাতে পূর্ণাঙ্গ সিরিজ খেললেও ইংলিশদের মাটিতে আর যাওয়া হয়নি পাকিস্তানের।



সম্প্রতি ইংল্যান্ডে আবারো সফর করতে যাচ্ছে মিসবাহ-উল হকরা। ২০১৬ সালের মাঝামাঝিতে সফরটি হতে পারে। আর এই সিরিজে ফেরার সম্ভাবনা রয়েছে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট থেকে পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটানো ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের।

২৩ বছর বয়সী আমির দলে ফিরলে পাকিস্তানের বোলিং বিভাগ আরো শক্তিশালী হবে, এমন গুঞ্জন যখন ভেসে বেড়াচ্ছে তখন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড জানিয়েছেন, আমিরের বল মোকাবেলা করতে প্রস্তুত ইংল্যান্ড।

এদিকে আগামী মাস থেকে আমিরাতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। আর এই সিরিজে কোন ফরম্যাটের ক্রিকেটেই নেওয়া হয়নি আমিরকে। এমনকি পাকিস্তানের ‘এ’ দলের প্রস্তুতি ম্যাচেও তাকে দলের বাইরে রাখা হয়েছে।

এক সাক্ষাতকারে ব্রড বলেন, ‘আমি জানি না আসলে আমিরকে মোকাবেলা করলে কি হবে? তাদের অবশ্যই ২০১০ সালে টেস্ট সিরিজ জয়ের একটি বড় সুযোগ ছিল। তবে আইসিসি কতৃক পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি পেতে হয়েছে। কিন্তু আমি কয়েকটি সাক্ষাতকারে তাকে (আমির) দুঃখপ্রকাশ করতে দেখেছি এবং সে আবারো ক্রিকেট মাঠে ফিরতে চায়। ’

২০১০ সালের সেই লর্ডস টেস্টে আমিরের সঙ্গে মোহাম্মদ আসিফ ও সে সময়ের পাকিস্তনি অধিনায়ক সালমান বাটও ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িছিলেন। এদিকে আসন্ন সিরিজকে সামনে রেখে ব্রড জানিয়েছেন, সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজে তারা দেখিয়েছে কিভাবে ভালো খেলতে হয়।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।