ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে ওয়ার্নারের বাংলাদেশ সিরিজ শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
ইনজুরিতে ওয়ার্নারের বাংলাদেশ সিরিজ শেষ ছবি: সংগৃহীত

ঢাকা: শঙ্কাটাই সত্যি হলো। আঙ্গুলের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়লেন ডেভিড ওয়ার্নার।

তবে আশা করা হচ্ছে, নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন অস্ট্রেলিয়ার এ বাঁহাতি ওপেনার।

অ্যাশেজ সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অজি ওপেনার ক্রিস রজার্স। তাই বাংলাদেশের বিপক্ষে অজিদের হয়ে নতুন ওপেনিং জুটি দেখা যাবে।

গত শনিবার (০৫ সেপ্টেম্বর) লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরি আক্রান্ত হন ওয়ার্নার। স্টিভেন ফিনের করা ইনিংসের দ্বিতীয় বলেই হুক শট খেলতে গিয়ে বাঁম হাতের আঙ্গুলে মারাত্মক আঘাত পান। এক্স-রে রিপোর্টে দেখা যায়, তার বুড়ো আঙ্গুল ভেঙ্গে গেছে। পরে তিনি সিরিজের বাকি তিন ম্যাচ থেকেই ছিটকে পড়েন।

এক সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, ‘আমি অস্ট্রেলিয়ার হয়ে একটি ম্যাচও মিস করতে চাই না। ইনজুরি মুক্ত হতে সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করছি, খুব দ্রুতই মাঠে ফিরব। ’

অজিদের টিম পারফরম্যান্স ইউনিটের এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেন, ‘স্বাভাবিক অবস্থায় ফিরতে ওয়ার্নারের চার সপ্তাহ সময় লাগতে পারে। আরো দু’সপ্তাহ পর সে ব্যাটিং ও ফিল্ডিং করতে পারবে। ’

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ০৩ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। ০৯-১৩ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট ও ১৭-২১ অক্টোবর মিরপুরে দ্বিতীয় টেস্ট খেলে দেশে ফিরবে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।