ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ে সফরে যাবে আইরিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
জিম্বাবুয়ে সফরে যাবে আইরিশরা ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি বছরের অক্টোবরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করবে আয়ারল্যান্ড। স্বাগতিকদের ‘এ’ দলের বিপক্ষে একটি চারদিনের ম্যাচও খেলবে আইরিশরা।



আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে সূচি নিশ্চিত করা হয়েছে।

০৯ অক্টোবর আইরিশরা প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে। একদিন বাদে ১১ অক্টোবর দ্বিতীয় ও ১৩ অক্টোবর তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। ১৭-২০ অক্টোবর জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চারদিনের একটি ম্যাচ খেলবে সফরকারীরা।

আসন্ন সিরিজ প্রসঙ্গে আয়ারল্যান্ডের কোচ জন ব্রেসওয়েল জানান, জিম্বাবুয়ের বিপক্ষে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আশা করছি। দেশের বাইরে সফরে গিয়ে নিজেদের শক্তিমত্তা যাচাই করার জন্য এ সিরিজটি আমাদের কাজে দেবে। ভিন্ন কন্ডিশনে খেলার জন্য আমরা ভালো প্রস্ততি নেব।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৫টি ওয়ানডে খেলেছিল আইরিশরা। ২০০৭ সালে প্রথমবার দুই দল মুখোমুখি হয়। বিশ্বকাপের আসরে গ্রুপপর্বের সে ম্যাচে আয়ারল্যান্ড আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে। ২২২ রানের টার্গেটে নেমে পুরো ওভার আর সবক’টি উইকেট হারিয়ে জিম্বাবুয়ে ২২১ রান করেই থেমে যায়। ফলে, ড্র হয় ম্যাচটি।

সর্বশেষ বিশ্বমঞ্চে দুই দলের সাক্ষাৎ হয়। পুল ‘বি’র এ ম্যাচে আগে ব্যাটিং করে এড জয়েসের শতক আর বালবির্নির ৯৭ রানের সুবাদে আইরিশরা নির্ধারিত ওভার শেষে ৩৩১ রান তোলে। ৩ বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে জিম্বাবুয়ে ৩২৬ রান করে ৫ রানের পরাজয় মেনে নেয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।