ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রতিশোধ নিতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
প্রতিশোধ নিতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড!

ঢাকা: বলা হয়ে থাকে ক্রিকেটের জনক ইংল্যান্ড। আর ক্রিকেটের মোড়ল খ্যাত দেশটি এবারে টাইগারদের দেশে পা রাখতে আসছে।

প্রায় ছয় বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংলিশরা।

দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে বাংলাদেশে আসবে ইংল্যান্ড। তবে, এখনও কোনো তারিখ ঘোষণা করা হয়নি দুই দেশের ক্রিকেট বোর্ড থেকে।

২০০৩ সালের অক্টোবরের পর ইংল্যান্ড সাত বছর পর ২০১০ সালে বাংলাদেশে এসেছিল। একই বছর ইংল্যান্ড সফরে গিয়েছিল টাইগাররা। ২০১০ সালে দুটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার পর বাংলাদেশের সঙ্গে আর টেস্ট খেলেনি ইংলিশরা। এর মাঝে দুই দল ওয়ানডে খেলেছে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে। দুটিতেই বাংলাদেশের বিপক্ষে হেরেছে ইংলিশরা।

বিশ্বমঞ্চে বাংলাদেশের কাছে টানা দুইবার পরাজিত হওয়ার লজ্জা থেকে বাংলাদেশকে বেশ ভালো করেই জানা আছে ইংলিশদের। তাই হয়তো পরাজয়ের প্রতিশোধ নেওয়ার টার্গেটেই বাংলাদেশ সফরে আসছে দেশটি। আর দুই দেশের ক্রিকেট লড়াই প্রথমবারের মতো প্রচার করবে যুক্তরাজ্য কেন্দ্রিক ক্রীড়া নেটওয়ার্ক স্কাই স্পোর্টস।

প্রভাবশালী স্পোর্টস চ্যানেল স্কাই স্পোর্টস বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচ সরাসরি সম্প্রচারের দায়িত্ব পেয়েছে। দুই দেশের মধ্যকার এ সিরিজের এক বছরেরও বেশি সময় হাতে থাকলেও সেই সিরিজের সম্প্রচার স্বত্ত্ব কিনে নিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।