ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের বিপক্ষে ফিট বিজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
প্রোটিয়াদের বিপক্ষে ফিট বিজয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ভারতীয় টেস্ট দলে সেরা ওপেনার হিসেবে গত কয়েক বছর নিজেকে প্রমাণ করেছেন মুরালি বিজয়। দেশের মাটি ছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও শ্রীলঙ্কায়ও আধিপত্য বিস্তার করে খেলেছেন তিনি।



লঙ্কার বিপক্ষে শেষ হওয়া টেস্ট সিরিজের প্রথমটি খেলে হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়েন বিজয়। তবে মাঠের খেলায় আবারো ফিরছেন এই ডানহাতি ব্যাটসম্যান। আর আসন্ন দক্ষিন আফ্রিকার বিপক্ষে সিরিজে ভালো করতে আত্মবিশ্বাসী বিজয় বলেন, ‘আমি আগের থেকে ভালো ‍অনুভব করছি। আর ব্যাটিংয়েও মনোযোগি হচ্ছি। ’

মাঠের খেলায় নিজেকে কিভাবে মানিয়ে নিয়েছে সে প্রসঙ্গে বিজয় বলেন, ‘আমার হিটিং জোনে যদি বল না আসে তবে আমি জানি কিভাবে বল ছাড়তে হয়। আসলে ব্যাটিংয়ে শট সিলেকশনটাই গুরুত্বপূর্ণ। ’

ভারতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩৩টি টেস্ট খেলেছেন বিজয়। ৪১.৩৪ গড়ে ছয়টি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরি সহ ২৪২০ রান করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।