ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়ের অভ্যাসটা হারাতে চাই না: মুমিনুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
জয়ের অভ্যাসটা হারাতে চাই না: মুমিনুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ টেস্ট দলের ব্যাটিং স্তম্ভ মুমিনুল হক এবার নতুন ভূমিকায়। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারদের নিয়ে গড়া স্কোয়াডের দলনেতা এই বাঁহাতি ব্যাটসম্যান।

ভারত সফরে যাওয়ার আগে আশার কথাই শোনালেন বাংলাদেশের ‘ব্রাডম্যান’ খ্যাত মুমিনুল। তিনি জানান, ‘আমরা সবাই চাচ্ছি সবগুলো ম্যাচ জিততে। কোচও চাচ্ছেন, আমিও চাচ্ছি, সবাই চাচ্ছে। এর আগে আমরা (জাতীয় দল) চারটি সিরিজ জিতেছি। আমরা ওখানেও সিরিজ জিতবো ও ভালো ক্রিকেট খেলবো। জয়ের অভ্যাসটা হারাতে চাই না। ’

প্রায় দুই সপ্তাহের সফরে আগামীকাল (সোমবার) সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে মুমিনুল-সৌম্য-নাসিররা। ভারত সফরে গিয়ে তিনটি ওয়ানডে ও দু’টি তিনদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। তিনটি ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচে মুমিনুলদের প্রতিপক্ষ ভারত ‘এ’ দল। বাকি তিনদিনের ম্যাচটিতে সফরকারীদের প্রতিপক্ষ ২০১৪-১৫ মৌসুমের রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন কর্ণাটক।

ভারত সবসময়ই শক্তিশালী ‘এ’ দল গড়ে থাকে। এবারের দলে রয়েছে শেখর ধাওয়ান, সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজার মতো ক্রিকেটার। এটি ভালোই জানা মুমিনুলের। তারপরও আত্মবিশ্বাস হারাচ্ছেন না তিনি। কারণ, তার দলের অধিকাংশ খেলোয়াড়ই অভিজ্ঞ। ১৫ সদস্যের দলের ১০ জনেরই রয়েছে টেস্ট খেলার অভিজ্ঞতা।

রোববার (১৩ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘আমরা পারবো না কেন? আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে আমাদের পক্ষে সিরিজ জয় সম্ভব। আর প্রতিপক্ষও জানে আমরা (বাংলাদেশ ‘এ’) ভালো দল। বাংলাদেশ এখন ভালো ক্রিকেট খেলছে। সবাই খুব ভালো পজিশনে আছে। এখানে আমরা দশজন টেস্ট খেলোয়াড় আছি। আমরা অবশ্যই ভালো ক্রিকেট খেলবো। ’

অধিনায়কত্ব নিয়ে মুমিনুল  বলেন, ‘ব্যাটিংটা যেভাবে উপভোগ করি অধিনায়কত্বও সেভাবে উপভোগ করবো। নতুন করে অধিনায়কত্ব করবো, তাই কিছু জিনিস শিখতে হবে। অনেক কিছুতে কমতি থাকতে পারে, সেগুলো পুষিয়ে নেওয়ার চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।