ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

প্রথম রাউন্ড খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
প্রথম রাউন্ড খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা

ঢাকা: চলতি মাসের ১৮ তারিখ থেকে শুরু হচ্ছে ১৭তম জাতীয় ক্রিকেট লিগ। এবারের লিগের প্রথম রাউন্ডে অংশ নেবেন জাতীয় দলের ক্রিকেটাররা।

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির জন্য কোচ চন্ডিকা হাথুরুসিংহের ইচ্ছাতেই প্রথম রাউন্ড খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার ‘এ’ দলের হয়ে ভারত সফরে থাকায় প্রথম রা‌উন্ডে খেলতে পারবেন না তারা।

এবারের আসরে ঢাকা বিভাগের দুটি দলসহ মোট আটটি দল অংশগ্রহণ করবে। গত আসরের পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী দলগুলোকে দুটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম স্তরে আছে ঢাকা মেট্রো, ঢাকা বিভাগ, রংপুর ও খুলনা। দ্বিতীয় স্তরে আছে রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। দলগুলো ডাবল লিগ ফরম্যাটে পরস্পরের বিপক্ষে খেলবে।

১৮ সেপ্টেম্বর বগুড়া, খুলনা, রাজশাহী ও ফতুল্লায় একযোগে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বগুড়ায় খেলবে রংপুর বিভাগ-ঢাকা মেট্রো, খুলনায় খেলবে খুলনা বিভাগ-ঢাকা বিভাগ, রাজশাহীতে খেলবে রাজশাহী বিভাগ-বরিশাল বিভাগ ও ফতুল্লায় খেলবে চট্টগ্রাম বিভাগ-সিলেট বিভাগ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে আটটি দলের ১৪ জন করে খেলোয়াড়ের তালিকাও প্রকাশ করেছে বিসিবি। তবে দলগুলোর অধিনায়ক এখনো নির্বাচন করা হয়নি।

ঢাকা মেট্রো: মাহমুদউল্লাহ রিয়াদ, সৈকত আলী, সাদমান ইসলাম, মেহেদী হাসান মারুফ, শামসুর রহমান, মার্শাল আইয়্যুব, আসিফ আহমেদ, মোহাম্মদ শরীফউল্লাহ, জাবিদ হোমেন (উইকেটরক্ষক), মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহীদ, আবু হায়দার রনি, মেহরাব হোসেন ও আসিফ হোসেন।

রাজশাহী বিভাগ: মুশফিকুর রহিম, জহিরুল ইসলাম, ফরহাদ রেজা, ফরহাদ হোসেন, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, হামিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মুক্তার আলী, তৌহিদ তারেক, জুবায়ের আহমেদ, নাহিদ উজ জামান, অভিষেক মিত্র ও নাজমুল হোসেন শান্ত।

রংপুর বিভাগ: সোহরাওয়ার্দী শুভ, মাহমুদুল হাসান, আরিফুল হক, নাঈম ইসলাম, ধীমান ঘোষ, তানভির হায়দার, সাজেদুল ইসলাম, বিশ্বনাথ হালদার, নবিন ইসলাম, সায়মন আহমেদ, সাদ্দাম হোসেন-১, তারিক আহমেদ রুবেন, সাদ্দাম হোসেন-২ ও নাসির হোসেন।

চট্টগ্রাম বিভাগ: তামিম ইকবাল, নাফিস ইকবাল, ইরফান শুক্কুর, তাসামুল হক, ফয়সাল হোসাইন, ইয়াসিন আলী রাব্বি, মোহাম্মদ মনিরুজ্জামান, ইফতেখার সাজ্জাদ, নাঈম ইসলাম জুনিয়র, সাজেদুল হক, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান রানা ও মোহাম্মদ ইউনুস।

সিলেট বিভাগ: ইমতিয়াজ হোসেন, রুম্মান আহমেদ, অলক কাপালি, রাজিন সালেহ, আবুল হাসান রাজু, নাজমুল হাসান, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক, সায়েম আলম চৌধুরী রিজভি, আহমেদ সিদ্দিকুর রহমান, রাহাতুল ফেরদৌস, শাহনাজ আহমেদ ও জাকির হাসান।

ঢাকা বিভাগ: মোহাম্মদ শরিফ, রাকিবুল হাসান, আব্দুল মজিদ, নাদিফ চৌধুরী, মোশারফ হোসেন, নাজমুল ইসলাম অপু, দেওয়ান সাব্বির, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ মাসুম, সগির হোসেন, মাহবুবুল আলম, জয়রাজ শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মাইশুকুর রহমান।

খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), তুষার ইমরান, জিয়াউর রহমান, রবিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, কাজী নুরুল হাসান, সাকিব আল হাসান, এনামুল ইসলাম, নাজমুস সাদাত ও মেহেদী হাসান মিরাজ।

বরিশাল বিভাগ: শাহরিয়ার নাফীস, ফজলে মাহমুদ রাব্বি, সালমান হোসেন, মোহাম্মদ সাজিব, মোহাম্মদ নুরুজ্জামান, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম চৌধুরী (উইকেটরক্ষক), সোহাগ গাজী, আল আমিন, মোহাম্মদ শাহীন হোসেন খান, মনির হোসেন খান, তৌহিদুল ইসলাম রাসেল ও মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।