ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের তৃতীয় আসর নিয়ে সিদ্ধান্ত বুধবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
বিপিএলের তৃতীয় আসর নিয়ে সিদ্ধান্ত বুধবার

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর শুরু হবে আগামী ২৫ নভেম্বর। তারিখ চূড়ান্ত হলেও কয়টি দল অংশ নেবে এবারের আসরে এ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, বিপিএলে খুলনার নামে দল কিনতে আগ্রহী একটি প্রতিষ্ঠান। তারা প্রস্তুত, বিসিবি সবুজ সংকেত দিলেই তারা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে।

তবে বিপিএলের দায়িত্বশীল একটি সূত্র জানায়, আলোচনা হলেও তৃতীয় আসরে ছয়টি দলের বেশি হওয়ার সম্ভাবনা কম। কয়টি দল অংশ নিতে যাচ্ছে এবারের আসরে, তা জানা যাবে আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর)। সেই সঙ্গে বিপিএলের বাকি সিদ্ধান্ত নেওয়া হবে সেদিন।

বাংলানিউজকে এমনটাই জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।

তিনি জানান, ‘বুধবার সকালেই আমরা (বিপিএল গভর্নিং কাউন্সিল) মিটিংয়ে বসবো। আশা করি,  বেলা ১২টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে আমরা সব কিছু জানাতে পারবো। আপাতত ছয়টি দল আছে। দল বাড়ানো হবে কি না, এটা বুধবারের সভাতেই সিদ্ধান্ত হবে। ’

এখন পর্যন্ত নতুন ও পুরোনো মিলে ছয়টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়েছে। নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে ঢাকা গ্লাডিয়েটর্সের মালিকানা পেতে যাচ্ছে বেক্সিমকো গ্রুপ। বরিশাল বার্নার্সের মালিকানায় এক্সিওম গ্রুপ ও চট্টগ্রাম কিংসের মালিকানায় থাকছে ডিবিএল গ্রুপ। সিলেট রয়্যালস ও রংপুর রাইডার্স নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করায় এ দুটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন করা হয়নি।

এদিকে ষষ্ঠ দল হিসেবে বিপিএলে এসেছে পুরনো ফ্র্যাঞ্চাইজি আলিফ গ্রুপ। তবে এবার তারা বরিশাল বার্নাস দলটি পাচ্ছে না। তাদের দেওয়া হতে পারে সিলেট রয়্যালস। আর সিলেট রয়্যালস নাম বদলে হতে পারে কুমিল্লা লিজেন্ডস। সপ্তম দল হিসেবে খুলনা রয়েল বেঙ্গল ফ্র্যাঞ্চাইজি নিতে ‍চাইছে নতুন একটি প্রতিষ্ঠান। বুধবারের সভাতে চূড়ান্ত হবে বিপিএলের তৃতীয় আসরে আসলে থাকছে কয়টি দল। ছয় না সাত?

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।