ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

খাজার ওপর অজি কোচের আস্থা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
খাজার ওপর অজি কোচের আস্থা ছবি : সংগৃহীত

ঢাকা: ২০১১ সালে অস্ট্রেলিয়া টেস্ট দলের হয়ে অভিষেক হয় ওসমান খাজার। তবে অজিদের হয়ে নয়টি ম্যাচ খেলা এ ব্যাটসম্যান নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

সর্বশেষ তিনি ২০১৩ সালে অ্যাশেজে খেলেছিলেন।

এদিকে মাইকেল ক্লার্ক সহ দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার সম্প্রতি অবসরে যাওয়ায় আবারো খাজার কপাল খুলেছে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে অজি নির্বাচকরা ২৮ বছরের এ ক্রিকেটারকে আবারো দলে নিয়েছেন। বাঁহাতি এ ব্যাটসম্যান দলে সুযোগ পাওয়ায় তার ওপর আস্থা রাখছেন কোচ ড্যারেন লেহমান।

লেহমান জানান, খাজার টেস্ট গড় ২৫.১৩ হলেও বাংলাদেশের বিপক্ষে সিরিজে সে নিজেকে প্রমাণ করার জন্য চেষ্টা করবে। তিন নম্বর পজিশনে খেলা এ ক্রিকেটারের জন্য হয়তো অধিনায়ক স্টিভেন স্মিথ চারে নেমে যেতে পারেন।

লেহমান আরও বলেন, ‘আমি নিশ্চিত খাজা এক, দুই অথবা তিন নম্বর পজিশনে ব্যাটিং করবে। আর লম্বা সময় পর দলে ফেরায় আশা থাকবে সে দলের জন্য ভালো কিছু করবে। ’

সাদা পোশাকে এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলে ৩৭৭ রান করেছেন খাজা। লঙ্গার ভার্শনের এই ফরমেটে তার দুটি হাফ সেঞ্চুরি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।