ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

রাতেই উড়াল দেবেন কোচ ও ফিজিও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
রাতেই উড়াল দেবেন কোচ ও ফিজিও ছবি : সংগৃহীত

ঢাকা: সকালে বাংলাদেশ ‘এ’ দলের হেড কোচ হিথ স্ট্রিককে ছাড়াই ভারত যায় মুমিনুল-নাসিররা। সে সময় ভিসা সংক্রান্ত জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি কোচ হিথ স্ট্রিক ও ফিজিও ব্রেট হ্যারেপ।

তবে, বিসিবি সূত্রে জানা গেছে ভিসা সংক্রান্ত সকল কাজ শেষ হওয়ায় রাতেই ভারতের পথে উড়াল দেবেন কোচ ও ফিজিও।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ ‘এ’ দল।

সকালে এ ব্যাপারে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘কি কারণে তাদের ভিসা হয়নি এটা ইন্ডিয়ান অ্যাম্বাসি বলতে পারবে। আমরা তো সবার কাগজ একই সাথে জমা দিয়েছিলাম। ’

বিসিবি থেকে ২১ জনের জন্য ভারতের ভিসার আবেদন করা হয়। তবে, ভিসা হয় ১৯ জনের। সে সময় ভিসা পাননি কোচ ও ফিজিও।

বুধবার (১৬ সেপেটম্বর) সকালে চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে মুমিনুলরা। সফরে তিনটি ওয়ানডে ও দুইটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

এদিকে, জানা গেছে বাংলাদেশ ‘এ’ দল কোনো ঝামেলা ছাড়াই ব্যাঙ্গালুরুতে পৌঁছেছে। দলের সদস্য সাব্বির রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করার মাধ্যমে জানিয়েছেন, দল ব্যাঙ্গালুরুর ‘দ্য রিজ কার্লটন হোটেলে উঠেছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।