ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ত্রোপচারই স্টার্কের শেষ অবলম্বন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
অস্ত্রোপচারই স্টার্কের শেষ অবলম্বন ছবি: সংগৃহীত

ঢাকা: কিছুটা ইনজুরি সমস্যা নিয়েই অস্ট্রেলিয়া দলের হয়ে বাংলাদেশ সফরে আসছেন মিচেল স্টার্ক। সফরে দুটি টেস্টে জন্য অজিদের পেস বোলিং নেতৃত্বে দেওয়া এ তারকার শেষ অবলম্বন হিসেবে অস্ত্রোপচারই দেখছেন দলটির ফিজিওথেরাপিস্ট এ্যালেক্স কোন্তোরিস।



গোড়ালির ইনজুরিতে থাকা স্টার্ক অ্যাশেজ সিরিজেই ব্যথায় ভুগেছিলেন। এরপর পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থটিতে নির্বাচকরা তাকে বিশ্রাম দিয়েছিলেন।

 কোন্তোরিস বলেন, ‘আমরা প্রতিনিয়তই স্টার্কের গোড়ালির দিকে নজর দিচ্ছি। তবে অস্ত্র্রোপচারের জন্য অালোচনা চলছে। আর এটাই তার শেষ অবলম্বন। ’

চলতী বছরে স্টার্ক অজিদের ২৭টি খেলার মধ্যে ২৬টিতেই অংশগ্রহন করেছেন। যার কারণে বেশ চাপের মধ্যে আছেন তিনি।

আগামী দিনগুলোতেও বেশ কড়া সূচি রয়েছে অজি ক্রিকেটে। ঘরের মাঠে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে সিরিজ খেলবে দলটি। এর আগে নিউজিল্যান্ড ও দক্ষিন আফ্রিকায় সফর করবে স্টিভেন স্মিথরা।

এছাড়া ২০১৬ সালের ১৬ মার্চ থেকে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিতে হবে দলটিকে। আর এই সিরিজগুলোতে অজি পেস বোলিংয়ে বড় ভূমিকা রাখতে পারেন স্টার্ক। বাংলাদেশ সফর শেষে ১০ দিনের একটি ছুটি পাবেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।