ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান লিগে গেইলের ‘সম্মতি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পাকিস্তান লিগে গেইলের ‘সম্মতি’ ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৬ সালের ফেব্রুয়ারিতে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আর এই টুর্নামেন্টে খেলতে নিজের ‘সম্মতি’ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল।



পিএসএল বোর্ডের প্রধান কর্মকর্তা নাজাম শেঠি জানান, ওয়েস্ট ইন্ডিয়ান এ ওপেনারের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।

শেঠি বলেন, ‘গেইলের সঙ্গে প্রথমে আমাদের আলাপ করতে বেশ বেগ পেতে হলেও এখন আমরা তার সঙ্গে সরাসরি যোগাযোগ করছি। আর পিএসএলে সে খেলার ব্যাপারে আশা প্রকাশ করায় আমরা দারুণ খুশী। ’

প্রথমবারের মতো টি-২০’র আসরটি বড় করে চালু করতে চায় শেঠির অধীনে পিএসএলের বোর্ডটি। এর আগে দেশটির কিংবদন্তি তারকা ওয়াসিম আকরাম ও রমিজ রাজাকে এ আসরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়।

টুর্নামেন্টে দেশি ক্রিকেটার ছাড়াও বিদেশি ৮০ জন ক্রিকেটারকে নেওয়ার ইচ্ছে আছে পিএসএল কমিটির। ইতোমধ্যে ২০ থেকে ২৫ জন ক্রিকেটারের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমএমএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।