ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আইসিসি’র সবুজ সংকেত পেলেন শচীন-ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আইসিসি’র সবুজ সংকেত পেলেন শচীন-ওয়ার্ন ছবি : সংগৃহীত

ঢাকা: ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, আইসিসি ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার আর অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার শেন ওয়ার্নের প্রস্তাবিত নতুন ক্রিকেট লিগকে সবুজ-সংকেত দিয়েছে।

এ দুই কিংবদন্তির উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি লিগ।



আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে আগামী নভেম্বরে এ টুর্নামেন্টের পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

একটি সূত্র থেকে জানানো হয়, নভেম্বর শুরু হতে যাওয়া শচীন-ওয়ার্নদের প্রস্তাবিত ক্রিকেট লিগ নিয়ে আইসিসি কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না। তবে আইসিসি থেকে তাদের কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তারা সেগুলো সঠিকভাবে মেনে চলতে সম্মতি জানিয়েছে।

শচীন-ওয়ার্নারের এ লিগে ক্রিকেটকে বিদায় জানানো ২৬ জন রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষন, ব্রায়ান লারা, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, জ্যাক ক্যালিস, অ্যাডাম গিলক্রিস্ট।

সূত্রটি আরও জানায়, ক্রিকেট কিংবদন্তিদের নিয়ে আয়োজিত হওয়া এ টুর্নামেন্টে ক্রিকেটারদের বাজারদর বেশ চড়া মূল্যে উঠবে। আমেরিকানরাও এ টুর্নামেন্ট দেখতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। যা দেশটির ক্রিকেটের উন্নতিতে সহায়তা করবে বলে ক্রিকেট বোদ্ধারা মনে করছেন।

জানা যায়, ম্যাচ তিনটি হবে শিকাগোর রিংলি ফিল্ড, নিউইয়র্কের ওয়াকি স্টেডিয়াম এবং লস অ্যাঞ্জেলসের ডগার স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।