ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

রায়নার টার্গেট বাংলাদেশ ‘এ’ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
রায়নার টার্গেট বাংলাদেশ ‘এ’ দল ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় তিনমাস পর আবারো ক্রিকেটে ফিরছেন ভারতীয় ব্যাটিং তারকা সুরেশ রায়না। সফরকারী বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, মুমিনুল হকের নেতৃত্বে যাওয়া দলটিকে রায়নাই পারবে দমিয়ে রাখতে।

ভারতে লম্বা সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে জাতীয় দলে সুযোগ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন রায়না। আর সে সুযোগ পেতে বাংলাদেশ ‘এ’ দলকেই টার্গেট করেছেন তিনি।

বুধবার (১৬ সেপেটম্বর) চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে মুমিনুল-নাসির-তাসকিনরা। সফরে তিনটি ওয়ানডে ও দুইটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাঙ্গালুরুতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ ফলাও করে প্রকাশ করেছে, রায়না সফরকারী বাংলাদেশের দলটির বিপক্ষে বড় রানে ফিরতে মরিয়া হয়ে আছেন। বুধবারের ম্যাচটির জন্য রায়নার উপর সকলের চোখ থাকবে। তিনমাস বিরতির পর তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন। আর তাতে রায়নাকে লড়তে হবে বাংলাদেশের শক্তিশালী পেস আক্রমণের বিপক্ষে।

সেখানে বাংলাদেশের বোলারদের নিয়ে লেখা হয়েছে, রায়নাকে লড়তে হবে সফরকারীদের তিন সিনিয়র পেসার তাসকিন আহমেদ, আল আমিন হোসেন আর রুবেল হোসেনের বিপক্ষে। টাইগারদের বোলিং চমক মুস্তাফিজের বিপক্ষে রায়নাকে খেলতে হচ্ছেনা জানিয়ে তারা লিখেছে, মুস্তাফিজ এ দলটিতে নেই। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজে অংশ নিতে পারেন।

ভারতের ওয়ানডে ‘এ’ দল: উনমুক্ত চাঁদ (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, মনিশ পান্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, সঞ্জু স্যামসন, করুন নায়ার, কুলদিপ যাদব, জয়ন্ত যাদব, কার্ন শর্মা, ঋষি ধাওয়ান, এস অরবিন্দ, ধাওয়াল কুলকার্নি, রাশ কালারিয়া এবং গুরক্রিত সিং।

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, রনি তালুকদার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও শুভাগত হোম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।