ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে ইংলিশদের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পাকিস্তানের বিপক্ষে ইংলিশদের দল ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। আসন্ন সফরের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দল ঘোষণা করেছে।



সফরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট, চারটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংলিশরা। ৩০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবে ইংল্যান্ড।

ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা সারের অলরাউন্ডার জাফর আনসারি। মঈন আলি আর আদিল রশিদের পাশাপাশি তৃতীয় স্পিনার হিসেবে জায়গা করে নিয়েছেন ২৩ বছর বয়সী জাফর। সাদা পোশাকে অভিষেক হতে পারে ডানহাতি ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের। তবে, তিন ফরমেটের দলেই রাখা হয়েছে তাকে।

তিন ফরমেটের কোনো দলেই জায়গা হয়নি ওপেনার অ্যাডাম লিথের। এছাড়া স্কোয়াডে নেই গ্যারি ব্যালান্সের নাম।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পল কলিংউড এবং শ্রীলঙ্কার সাবেক গ্রেট ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনকে দলের পরামর্শদাতা হিসেবে পাঠাবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

টেস্টে সদ্য অ্যাশেজ জয়ী ইংলিশদের নেতৃত্ব দেবেন অ্যালস্টার কুক। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে সফরকারীদের নেতৃত্ব দেবেন ইয়ন মরগান।

সফরে ৫ থেকে ৬ অক্টোবর ও ৮ থেকে ৯ অক্টোবর পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড একাদশ। এরপর আবুধাবিতে ১৩ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২২ অক্টোবর দুবাই ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। শারজায় তৃতীয় টেস্ট শুরু হবে ১ নভেম্বর।

টেস্ট সিরিজ শেষে চার ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আবুধাবিতে ১১ নভেম্বর মাঠে নামবে দুই দল। একই ভেন্যুতে ১৩ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে খেলবে পাকিস্তান-ইংল্যান্ড। ১৭ নভেম্বর শারজায় তৃতীয় ও ২০ নভেম্বর দুবাইয়ে চতুর্থ ওয়ানডে খেলবে সফরকারীরা।

ওয়ানডে সিরিজ শেষ হলে ২৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে ইংলিশরা। এরপর ২৬, ২৭ ও ৩০ নভেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে ইংল্যান্ড-পাকিস্তান।

ইংল্যান্ডের টেস্ট দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, জোস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঁকেট, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, জেমস টেলর, মার্ক উড।

ওয়ানডে দল: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জোস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, জেমস টেলর, রিস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

টি-টোয়েন্টি দল: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, স্যাম বিলিংস, জোস বাটলার, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, স্টিফেন প্যারি, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, রিস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।