ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়ের লক্ষ্যে মাঠে নামবে মুমিনুল-নাসিররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
জয়ের লক্ষ্যে মাঠে নামবে মুমিনুল-নাসিররা

ঢাকা: সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে ভারতীয় ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে মুমিনুল হক, নাসির হোসেনরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে মুমিনুল বাহিনী।



মনিশ পান্ডে, সুরেশ রায়না, ধাওয়ান কুলকার্নিদের নিয়ে ভারত শক্তিশালী ‘এ’ দল গড়লেও তাদের সবগুলো ম্যাচে হারাতে চায় টাইগাররা। ভারত রওয়ানা হওয়ার আগে সংবাদ সম্মেলনে এমন লক্ষ্যের কথাই জানান দলের কোচ ও অধিনায়ক। দলটিতে জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার থাকায় জয় দিয়ে সিরিজ শুরু করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ ‘এ’ দল।

ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ সেপ্টেম্বর। ২২-২৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম তিনদিনের ম্যাচ, প্রতিপক্ষ কর্ণাটক। ২৭-২৯ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে তিনদিনের ম্যাচ দিয়ে ভারত সফর শেষ করবে তাসকিন-রুবেল-সাব্বির-লিটনরা।

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ ও ভারতের মাটিতে ২০১৬ সালের মার্চে অনুষ্ঠিতব্য  টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সফরকে দেখছে বিসিবি। ফলে শক্তিশালী ‘এ’ দল গঠন করা হয়েছে।

সফরে যাওয়া ১৫ সদস্যের দলের ১০ জনই টেস্ট খেলেছেন জাতীয় দলের হয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকার সম্ভাবনা রয়েছে এমন বেশ কিছু ক্রিকেটারকেও রাখা হয়েছে। নতুনদের মধ্যে আছেন কেবল বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব।

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক) এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, রনি তালুকদার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও শুভাগত হোম চৌধুরী।

ভারতের ওয়ানডে ‘এ’ দল: উনমুক্ত চাঁদ (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, মনিশ পান্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, সঞ্জু স্যামসন, করুন নায়ার, কুলদিপ যাদব, জয়ন্ত যাদব, কার্ন শর্মা, ঋষি ধাওয়ান, এস অরবিন্দ, ধাওয়াল কুলকার্নি, রাশ কালারিয়া এবং গুরক্রিত সিং।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।