ঢাকা: সম্প্রতি দিনেশ রামদিনকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে জেসন হোল্ডারকে। আর সাদা পোশাকের নেতৃত্বে এই অলরাউন্ডারকে সমর্থন দিয়েছেন দেশটির সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা।
২৩ বছরের হোল্ডার ক্যারিবীয়ানের সবচেয়ে কম বয়সী অধিনায়কের মধ্যে দ্বিতীয়। মাত্র আটটি টেস্ট খেলেই তিনি নেতৃত্ব পেয়েছেন। এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে ২১টি ওয়ানডে খেলে ৫০ ওভারের ম্যাচেও অধিনায়কের দায়িত্ব পান হোল্ডার। তবে লারা বিশ্বাস করেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এটি সঠিক সিদ্ধান্ত।
এ প্রসঙ্গে লারা বলেন, ‘অস্ট্রেলিয়া বিশ্বকাপে আমি হোল্ডারের অধিনায়কত্ব দেখেছি। চাপের মধ্যে থেকে সে বোলিং ও নেতৃত্ব দিতে পারে। তার মাঝে দারুণ গুনাগুন রয়েছে। ’
তিনি আরো বলেন, ‘হোল্ডারের নেতৃত্ব আমাকে ক্লাইভ লয়েডের সময়ের কথা মনে করিয়ে দেয়। আমি মনেকরি ক্রিকেটাদের সমর্থন পেলে সে দলের হয়ে ভালো করতে পারবে। ’
ক্যারিবীয়ানদের ৪৭ টেস্টে নেতৃত্ব দেওয়া লারা আরো জানান, হোল্ডার টেস্টে ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছে। আর দলে তরুণ ক্রিকেটারদের নিয়ে ভবিষ্যতে সে আরো ভালো করবে।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমএমএস