ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশ দলে জয়াবর্ধনে-কলিংউড!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ইংলিশ দলে জয়াবর্ধনে-কলিংউড!

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। এরই ধারাবাহিকতায় দলটির কোচিং স্টাফদের শক্তিশালী করতে নিয়োগ দেওয়া হয়েছে শ্রীলঙ্কান সাবেক ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে ও ইংলিশ সাবেক ব্যাটসম্যান পল কলিংউকে।



এর আগে অ্যাশেজ চলাকালীন জয়াবর্ধনেকে ইংলিশদের ব্যাটিং পরামর্শকের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। আর আবুধাবিতে ১৩ অক্টোবর থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হওয়া প্রথম টেস্টে ও অনুশীলনে থাকবেন লঙ্কান এ কিংবদন্তি।

ইংলিশদের সিমীত ওভারের সাবেক অধিনায়ক কলিংউড পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে পরামর্শক হিসেবে থাকবেন। এছাড়া আগামী বছরে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপেও তিনি কাজ করবেন।

জয়াবর্ধনে মূলত স্পিন কন্ডিশনে কিভাবে বল মোকাবেলা করতে হয় সে ব্যাপারে ইংলিশ ব্যাটসম্যানদের সাহায্য করবেন। এর আগে ২০১২ সালে আমিরাতে চার টেস্টে সবগুলো হেরেছিল ইংল্যান্ড। সেবার সাইদ আজমল ও আব্দুর রেহমান মিলে ৪৩টি উইকেট নিয়েছিলে।

তবে এবার আজমল ও রেহমান না থাকলেও ইংলিশ চাপে রাখতে পারেন আরেক স্পিনার ইয়াসির শাহ। তিনি মাত্র ১০ টেস্টে এখন পর্যন্ত ৬১টি উইকেট নিয়েছেন।

এই সিরিজের টেস্টে সদ্য অ্যাশেজ জয়ী ইংলিশদের নেতৃত্ব দেবেন অ্যালস্টার কুক। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে সফরকারীদের নেতৃত্ব দেবেন ইয়ন মরগান।

সফরে ৫ থেকে ৬ অক্টোবর ও ৮ থেকে ৯ অক্টোবর পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড একাদশ। এরপর আবুধাবিতে ১৩ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২২ অক্টোবর দুবাই ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। শারজায় তৃতীয় টেস্ট শুরু হবে ১ নভেম্বর।

টেস্ট সিরিজ শেষে চার ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আবুধাবিতে ১১ নভেম্বর মাঠে নামবে দুই দল। একই ভেন্যুতে ১৩ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে খেলবে পাকিস্তান-ইংল্যান্ড। ১৭ নভেম্বর শারজায় তৃতীয় ও ২০ নভেম্বর দুবাইয়ে চতুর্থ ওয়ানডে খেলবে সফরকারীরা।

ওয়ানডে সিরিজ শেষ হলে ২৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে ইংলিশরা। এরপর ২৬, ২৭ ও ৩০ নভেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে ইংল্যান্ড-পাকিস্তান।

ইংল্যান্ডের টেস্ট দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, জোস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঁকেট, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, জেমস টেলর, মার্ক উড।

ওয়ানডে দল: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জোস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, জেমস টেলর, রিস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

টি-টোয়েন্টি দল: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, স্যাম বিলিংস, জোস বাটলার, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, স্টিফেন প্যারি, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, রিস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।