ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে বিশাল টার্গেট দিল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
বাংলাদেশকে বিশাল টার্গেট দিল ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ‘এ’ দলকে ৩২৩ রানের বিশাল টার্গেট দিল ভারত ‘এ’ দল। নির্ধারিত ৫০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে এই রান করে ভারত।



ব্যাঙ্গলুরুর চেন্নাস্বামি স্টেডিয়ামে ভারতের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন সানজু স্যামসন। এছাড়া হাফ সেঞ্চুরি করেন ওপেনার মায়েনাক আগারওয়াল, গুরকিরাত সিং ও রাশ কালারিয়া ৫৬ রান করে অপরাজিত থাকেন।

টসে জিতে এদিন ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। ফিল্ডিংয়ে নেমে সফলতাও পায় বাংলাদেশ। ১২৫ রানের মধ্যে টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে আউট করে দেয় টাইগাররা বোলাররা। তবে পরবর্তীতে সেই ধারা আর ধরে রাখতে পারেনি সফরকারীরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন শফিউল ইসলাম ও নাসির হোসেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।