ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ইংলিশদের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজকে ঘিরে তিনটি ভিন্ন ফরম্যাটের আলাদা দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর এই সিরিজের টেস্ট দলে পাঁচ বছর পর আবারো ডাক পেলেন ফাওয়াদ আলম।

সর্বশেষ এই ব্যাটসম্যান ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন।

ফাওয়াদের টেস্ট অভিষেক হয়েছিল দুর্দান্ত ভাবে। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই ১৬৮ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি। তবে এরপর আর একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।

এবারের সিরিজে টেস্টে অধিনায়ক মিসবাহ-উল হক সহ অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান, মোহাম্মদ হাফিজ ও আজহার আলীকে নিয়ে দারুণ ব্যাটিং লাইন সাজিয়েছে পাকিস্তান। ব্যাটিংয়ে আসাদ শফিক ও সরফরাজ আহমেদও ভালো ফর্মে রয়েছে।

অন্যদিকে ইনজুরি মুক্ত হয়ে ফিরেছেন ফাস্ট বোলার ওহাব রিয়াজ ও জুনায়েদ খান। আর ইমরান খান ও রাহাত আলীও টেস্ট দলে রয়েছেন। তবে স্পিনে মূল দায়িত্ব থাকবে লেগ স্পিনার ইয়াসির শাহ’র ওপর। এছাড়া অন্য স্পিনার জুলফিকার বাবরও আছেন দলে। তবে নিষেধাজ্ঞার কারণে শুধুমাত্র ব্যাটিং করতে পারবেন হাফিজ।

আমিরাতে ৫ থেকে ৬ অক্টোবর ও ৮ থেকে ৯ অক্টোবর পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড একাদশ। এরপর আবুধাবিতে ১৩ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২২ অক্টোবর দুবাই ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। শারজায় তৃতীয় টেস্ট শুরু হবে ১ নভেম্বর।

টেস্ট সিরিজ শেষে চার ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আবুধাবিতে ১১ নভেম্বর মাঠে নামবে দুই দল। একই ভেন্যুতে ১৩ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে খেলবে পাকিস্তান-ইংল্যান্ড। ১৭ নভেম্বর শারজায় তৃতীয় ও ২০ নভেম্বর দুবাইয়ে চতুর্থ ওয়ানডে খেলবে সফরকারীরা।

ওয়ানডে সিরিজ শেষ হলে ২৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে ইংলিশরা। এরপর ২৬, ২৭ ও ৩০ নভেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে ইংল্যান্ড-পাকিস্তান।

পাকিস্তান দল:
টেস্ট স্কোয়াড: আহমেদ শেহজাদ, শান মাসুদ, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, ফাওয়াদ আলম, আসাদ শফিক, মিসবাহ-উল-হক (অধিনায়ক), ইউনিস খান, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, জুলফিকার বাবর, ওয়াহাব রিয়াজ, ইমরান খান, রাহাত আলী ও জুনায়েদ খান।

ওয়ানডে স্কোয়াড: আজহার আলী (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, শোয়েব মালিক, বাবর আজম, আসাদ শফিক সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলী, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, রাহাত আলী ও মোহাম্মদ ইরফান।

টি-২০ স্কোয়াড: আহমেদ শেহজাদ, মুখতার আহমেদ, উমর আকমল, মোহাম্মদ হাফিজ, শহীদ আফ্রিদি (অধিনায়ক), শোয়েব মাকসুদ, শোয়েব মালিক, আমির ইয়ামিন, মোহাম্মদ ইরফান, বেলাল আসিফ, ওয়াহাব রিয়াজ, ইমাদ ওয়াসিম, সোহেল তানভির, মোহাম্মদ রিজওয়ান, ইমরান খান।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।