ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন আজমল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন আজমল ছবি: সংগৃহীত

ঢাকা: বাজে ফর্মের কারণে ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন পাকিস্তানের অফস্পিনার সাইদ আজমল! এমন একটি খবর হঠাৎই শোনা যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে এমন উড়ো খবরকে ভিত্তহীন বলে উড়িয়ে দিলেন আজমল নিজেই।

আর নিজের বোলিং অ্যাকশনকে আরো ভালো করে জাতীয় দলের আবারও ফিরতে আত্মবিশ্বাসী এই দুশরা বোলার।

সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান দলে মাঠের বাইরে ছিলেন আজমল। এরপরই গুঞ্জন ওঠে অবসরের চিন্তা করছেন তিনি।

পাকিস্তানের প্রথমসারির প্রত্রিকা দ্যা ডনকে আজমল বলেন, ‘আমি একজন লড়াকু ক্রিকেটার। আর লড়াই করে আবারও নিজের স্থান ফিরে পেতে চাই। ’

এর ‍আগে ২০১৪ সালের আগস্টে অবৈধ বোলিং ‍অ্যাকশনের কারণে আইসিসি কতৃক আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পান আজমল। যার কারণে বিশ্বকাপের মত বড় আসরে বাদ পড়তে হয় তাকে।

টেস্টে ১৭৮ ও ওয়ানডেতে ১৮৪টি উইকেট পাওয়া আজমল বেশ কিছুদিন ধরে নিজের বোলিং শুধরানোর কাজ করে যাচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে তিনি মাঠের খেলায় খুব একটা সুবিধে করতে পারেন নি।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।