ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজুরির কারণে দেশে ফিরছেন তাসকিন!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ইনজুরির কারণে দেশে ফিরছেন তাসকিন! ছবি: সংগৃহীত

ঢাকা: আবারো সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছেন তাসকিন আহমেদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ইনজুরি আক্রান্ত হন বিশ বছর বয়সী এ ডানহাতি পেসার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা যায়, ঝুঁকিমুক্ত রাখতে তাসকিনকে দেশে ফিরিয়ে আনা হতে পারে।

তাই সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে তাসকিনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সাইড স্ট্রেইনের ইনজুরির কারণেই গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে তাকে দলের বাইরে রাখা হয়।

ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ ‘এ’ দল। মাত্র পাঁচ ওভার বোলিং করেন তাসকিন। ইনজুরির কারণে পরে আর তাকে বল হাতে দেখা যায়নি।

সূত্রমতে, তাসকিনের পরিবর্তে কামরুল ইসলাম রাব্বিকে ভারতে পাঠানো হতে পারে। বর্তমানে জাতীয় লিগ খেলতে রাজশাহীতে আছেন ২৩ বছর বয়সী এ ডানহাতি পেসার।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।