ঢাকা: আয়ারল্যান্ডের আসন্ন জিম্বাবুয়ে ও নামিবিয়া সফরে হ্যামিস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরলেন কেভিন ও’ব্রায়েন। এই সফরগুলোতে প্রায় পূর্ণ শক্তির আইরিশ দলই যাচ্ছে।
ও’ব্রায়েন সর্বশেষ চলতী বছরের জুলাইয়ে আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি বাছাইপর্বে জাতীয় দলের হয়ে খেলেছিল। তবে এরপর ইনজুরির কারণে বেলফাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে অংশ নিতে পারেন নি।
সূচী অনুযায়ী অক্টোবরের জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে আইরিশরা। পরে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে একটি চারদিনের ম্যাচ খেলবে। এছাড়া নামিবিয়া সফরে ইন্টারকন্টিনেন্টাল কাপের দ্বিতীয় পর্বের খেলায় অংশ নেবে উইলিয়াম পোর্টারফিল্ডের নেতৃত্বে দলটি।
স্কোয়াড: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবিরেন, জর্জ ডকরেল, এড জয়েস, জন মুনি, টিম মারটাগ, অ্যান্ড্রু ম্যাকবিরেন, কেভিন ও'ব্রায়েন, নিয়েল ও'ব্রায়েন, স্টুয়ার্ট পয়েন্টার (কেবল জিম্বাবুয়ে), পল স্টারলিং, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন ও ক্রেইগ ইয়ং।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমএমএস