খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে: জাতীয় ক্রিকেট লিগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগের মুখোমুখি হচ্ছে খুলনা বিভাগ। এ খেলায় খুলনা বিভাগের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন দলের তুরুপের তাস মুস্তাফিজুর রহমান।
এ খেলায় স্বভাবতই আকর্ষণ থাকবে মুস্তাফিজুরের উপর। বিষয়টি জানেন বলেই হয়তো ম্যাচের আগের দুই দিন কঠোর অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুশীলনের দ্বিতীয় দিন বেলা ১১টায় বিরতির ফাঁকে মুস্তাফিজুরের সঙ্গে কথা হয় বাংলানিউজের। আন্তর্জাতিক ক্রিকেটে পা দিয়েই একের পর এক রেকর্ড গড়া খুলনা বিভাগের সাতক্ষীরার ছেলে মুস্তাফিজুর বলেন, নিজেদের মাটিতে খেলবে খুলনার ছেলেরা। আত্মবিশ্বাস নিয়ে খেললে ইনশাল্লাহ ঢাকার বিপক্ষে খুলনা জিতবে।
২২ গজের এ বিস্ময় বালক বলেন, খুলনা সব সময় খুব ভালো দল। খেলোয়াড়রা যদি নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারে, তাহলে খুলনার জয়টা সময়ের ব্যাপার।
খুলনা দলের খেলোয়াড়দের মধ্যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়াও রয়েছেন- আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), তুষার ইমরান, জিয়াউর রহমান, রবিউল ইসলাম, মেহেদী হাসান, কাজী নুরুল হাসান, এনামুল ইসলাম, নাজমুস সাদাত ও মেহেদী হাসান মিরাজ।
এরমধ্যে সাকিব ছাড়া সবাই খুলনা এসে অনুশীলন করছেন। সাকিব বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনায় এসে পৌঁছাবেন।
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে জাতীয় লিগের ১৭তম আসরের লাকি ভেন্যু খুলনার মাঠের শুক্রবারের ম্যাচটিকে ঘিরে গোটা খুলনাজুড়ে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সবাই ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন মুস্তাফিজুরদের খেলা দেখার জন্য।
বৃহস্পতিবার বিকেলে খুলনায় এসে পৌঁছানোর কথা রয়েছে ঢাকা বিভাগের খেলোয়াড়দের।
শেখ আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার আবদুস সাত্তার কচি বাংলানিউজকে বলেন, জাতীয় ক্রিকেট লিগের খুলনার মাঠের খেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমআরএম/এইচএ