ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠে নামছেন ধোনি-আফ্রিদি-গিবস-হেইডেনরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
মাঠে নামছেন ধোনি-আফ্রিদি-গিবস-হেইডেনরা ছবি : সংগৃহীত

ঢাকা: বৃটিশ আর্মির সমর্থন ও অর্থ সহায়তায় একটি চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছে ইংল্যান্ড। আর ‘ক্রিকেট ফর হিরোস’ শিরোনামে এই ম্যাচে একই দলে খেলবেন ভারত ও পাকিস্তানের তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও শহীদ আফ্রিদি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) লন্ডনের কিয়া ওভালে হিরোস একাদশের বিপক্ষে লড়বে বিশ্ব একাদশ।

এই ম্যাচে বৃটিশ হিরোস একাদশের হয়ে ধোনি ও আফ্রিদিদের সঙ্গে আরো খেলবেন শেওয়াগ ও দক্ষিন আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হার্শেল গিবস। এ দলে নেতৃত্ব দেবেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ও দলটির সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। আর টিম ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন ইংলিশদের সাবেক কিংবদন্তি অলরাউন্ডার স্যার ইয়ান বোথাম।

অন্যদিকে বিশ্ব একাদশের হয়ে মাঠে নামবেন ব্রেন্ডন ম্যাককালাম, ম্যাথিউ হেইডেন, মাহেলা জয়াবর্ধনে ও গ্রায়েম স্মিথ। এছাড়া এ দলে স্কট স্টাইরিসের মতো ক্রিকেটাররা থাকবেন। বিশ্ব একাদশে কোচের দায়িত্বে থাকবেন গ্যারি কারেস্টেন আর টিম ম্যানেজার থাকবেন ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কার।

এ ম্যাচ দেখতে আসা দর্শকদের টিকিটের অর্থে অসুস্থ ও ইনজুরিগ্রস্থ বৃটিশ আর্মি ও তাদের পরিবারদের সাহায্য করা হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।