ঢাকা: ১৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে দেশের চারটি ভেন্যুতে শুরু হচ্ছে। প্রথম রাউন্ডের চার ম্যাচে মুখোমুখি হবে এবারের আসরে অংশ নেওয়া আট দল।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে খেলবে ঢাকা বিভাগ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলবে রংপুর বিভাগ-ঢাকা মেট্রো, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খেলবে রাজশাহী বিভাগ-বরিশাল বিভাগ ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ।
জাতীয় লিগে অংশ নিতে ইতোমধ্যে ক্রিকেটাররা যার যার ম্যাচ ভেন্যুতে পৌঁছেছেন। চলছে দলগুলোর অনুশীলন।
প্রথম রাউন্ডের ম্যাচে অংশ নিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের (টেস্ট সিরিজ) প্রস্তুতি হিসেবে জাতীয় লিগের চারদিনের ম্যাচে অংশ নিচ্ছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবালের মতো জাতীয় দলের শীর্ষ তারকা ক্রিকেটাররা। তবে, জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার ‘এ’ দলের হয়ে ভারত সফরে থাকায় প্রথম রাউন্ডে অংশ নিতে পারছেন না তারা।
জাতীয় লিগকে উত্তেজনাপূর্ণ করতে এবার প্রতিটি ভেন্যুতেই বানানো হয়েছে স্পোর্টিং উইকেট। যেখানে বাউন্সের পাশাপাশি থাকবে টার্ন। স্পোর্টিং উইকেট তৈরির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটি।
এবারের লিগকে জমজমাট করতে টুর্নামেন্টের ফরম্যাটে আনা হয়েছে বদল। প্রথমবারের মতো এবার জাতীয় লিগে থাকছে রেলিগেশন। গত আসরের পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী আটটি দলকে দুটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম স্তরে আছে ঢাকা মেট্রো, ঢাকা বিভাগ, রংপুর ও খুলনা।
আর দ্বিতীয় স্তরে আছে রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। দলগুলো ডাবল লিগ পদ্ধতিতে পরস্পরের বিপক্ষে খেলবে। দ্বিতীয় স্তরের সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত দল পরের বছর প্রথম স্তরে খেলবে। আর প্রথম স্তরে পয়েন্ট টেবিলের সর্বশেষ স্থানে থাকা দলটি নেমে যাবে দ্বিতীয় স্তরে।
জাতীয় লিগে কে, কোন দলে:
ঢাকা মেট্রো: মাহমুদউল্লাহ রিয়াদ, সৈকত আলী, সাদমান ইসলাম, মেহেদী হাসান মারুফ, শামসুর রহমান, মার্শাল আইয়্যুব, আসিফ আহমেদ, মোহাম্মদ শরীফউল্লাহ, জাবিদ হোমেন (উইকেটরক্ষক), মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহীদ, আবু হায়দার রনি, মেহরাব হোসেন ও আসিফ হোসেন।
রাজশাহী বিভাগ: মুশফিকুর রহিম, জহিরুল ইসলাম, ফরহাদ রেজা, ফরহাদ হোসেন, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, হামিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মুক্তার আলী, তৌহিদ তারেক, জুবায়ের আহমেদ, নাহিদ উজ জামান, অভিষেক মিত্র ও নাজমুল হোসেন শান্ত।
রংপুর বিভাগ: সোহরাওয়ার্দী শুভ, মাহমুদুল হাসান, আরিফুল হক, নাঈম ইসলাম, ধীমান ঘোষ, তানভির হায়দার, সাজেদুল ইসলাম, বিশ্বনাথ হালদার, নবিন ইসলাম, সায়মন আহমেদ, সাদ্দাম হোসেন-১, তারিক আহমেদ রুবেন, সাদ্দাম হোসেন-২ ও নাসির হোসেন।
চট্টগ্রাম বিভাগ: তামিম ইকবাল, নাফিস ইকবাল, ইরফান শুক্কুর, তাসামুল হক, ফয়সাল হোসাইন, ইয়াসিন আলী রাব্বি, মোহাম্মদ মনিরুজ্জামান, ইফতেখার সাজ্জাদ, নাঈম ইসলাম জুনিয়র, সাজেদুল হক, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান রানা ও মোহাম্মদ ইউনুস।
সিলেট বিভাগ: ইমতিয়াজ হোসেন, রুম্মান আহমেদ, অলক কাপালি, রাজিন সালেহ, আবুল হাসান রাজু, নাজমুল হাসান, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক, সায়েম আলম চৌধুরী রিজভি, আহমেদ সিদ্দিকুর রহমান, রাহাতুল ফেরদৌস, শাহনাজ আহমেদ ও জাকির হাসান।
ঢাকা বিভাগ: মোহাম্মদ শরিফ, রাকিবুল হাসান, আব্দুল মজিদ, নাদিফ চৌধুরী, মোশারফ হোসেন, নাজমুল ইসলাম অপু, দেওয়ান সাব্বির, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ মাসুম, সগির হোসেন, মাহবুবুল আলম, জয়রাজ শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মাইশুকুর রহমান।
খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), তুষার ইমরান, জিয়াউর রহমান, রবিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, কাজী নুরুল হাসান, সাকিব আল হাসান, এনামুল ইসলাম, নাজমুস সাদাত ও মেহেদী হাসান মিরাজ।
বরিশাল বিভাগ: শাহরিয়ার নাফীস, ফজলে মাহমুদ রাব্বি, সালমান হোসেন, মোহাম্মদ সাজিব, মোহাম্মদ নুরুজ্জামান, আবু সায়েম চৌধুরী (উইকেটরক্ষক), সোহাগ গাজী, আল আমিন, মোহাম্মদ শাহীন হোসেন খান, মনির হোসেন খান, তৌহিদুল ইসলাম রাসেল ও মোসাদ্দেক হোসেন সৈকত।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর