ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

লক্ষণের ভক্ত আইসিসি প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
লক্ষণের ভক্ত আইসিসি প্রেসিডেন্ট ছবি : সংগৃহীত

ঢাকা: তারকা ক্রিকেটারদের থাকে অসংখ্য ভক্ত। কিন্তু, বিশ্বব্যাপী তারকাখ্যাতি কুড়ালেও তারাও কারো না কারো ভক্ত।

যেমনটি বলছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান জহির আব্বাস। এক সময় তার পছন্দের ক্রিকেটার ছিলেন ভারতের ভিভিএস লক্ষণ।

বর্তমানে আইসিসির প্রেডিডেন্ট পদে রয়েছেন ৬৮ বছর বয়সী আব্বাস। হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অামন্ত্রণে মঈন-উদ-দৌলা গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট দেখতে গত কয়েকদিন ধরেই তিনি ভারতে অবস্থান করছেন।

সেখানেই এক সাক্ষাৎকারে লক্ষণকে প্রশংসায় ভাসান আব্বাস। এ সময় লক্ষণ তার পাশেই বসা ছিলেন। ‘আমি ব্যক্তিগতভাবে লক্ষণের কঠিন ভক্ত ছিলাম। ২০০১ সালে সে যেভাবে অস্ট্রেলিয়াকে দুঃস্বপ্ন উপহার দেয় তা সবার দ্বারা সম্ভব না। আমি সত্যিই তার খেলায় মুগ্ধ। ’

উল্লেখ্য, ২০০১ সালে তিন ম্যাচের বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় গাঙ্গুলি- টেন্ডুলকাররা। কোলকাতার ইডেন গার্ডেনসে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফলোঅনে পড়লেও লক্ষণের (২৮১) ডাবল সেঞ্চুরি ও রাহুল দ্রাবিড়ের ১৮০ রানে ভর করে সাত উইকেটে ৬৫৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। ৩৮৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২১২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

ওই সিরিজের তৃতীয় টেস্টে দুই উইকেটের জয়ে সিরিজও নিশ্চিত করে টিম ইন্ডিয়া। এর আগে প্রথম টেস্টে ১০ উইকেটের দাপুটে জয় পায় অজিরা।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।