ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ডালমিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ডালমিয়া জাগমোহন ডালমিয়া

ঢাকা: হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট জাগমোহন ডালমিয়া। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুরুতর অসুস্থ ‍অবস্থায় তাকে কোলকাতার বিএম বিড়লা হাসপাতালে ভর্তি করা হয়।

এনজিওগ্রাম করানো শেষে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

পশ্চিমবঙ্গের ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার বরাত দিয়ে ইএসপিএন ক্রিকইনফো এমনটিই নিশ্চিত করেছে। অবশ্য, ডালমিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা যায়।

বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন ৭৫ বছর বয়সী ডালমিয়া। এ বছরের মার্চে তিনি তৃতীয়বারের মতো ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন। অন্যদিকে, দায়িত্ব থেকে অপসারিত হন বিতর্কিত এন শ্রীনিবাসন। ডালমিয়া দীর্ঘদিন থেকেই ক্রিকেটীয় কর্মকান্ডে জড়িত। ক্রিকেট ‍অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’র (ক্যাব) প্রধান হিসেবেও ‍তিনি দায়িত্ব পালন করছেন।

এদিকে, ক্যাবের জয়েন্ট সেক্রেটারি (যুগ্ম-সচিব) সৌরভ গাঙ্গুলিসহ বিসিসিআই এর অন্যান্য বোর্ড কর্মকর্তারা হাসপাতালে যান। সূত্রমতে, ডালমিয়াকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।