ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

রাজিন-রুম্মানের জুটিতে সিলেটের ২৪০/৪

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
রাজিন-রুম্মানের জুটিতে সিলেটের ২৪০/৪ ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: ১৭তম জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে চারদিনের ম্যাচে মাঠে নামে সিলেট বিভাগ আর চট্টগ্রাম বিভাগ। রাজিন সালেহ আর রুম্মান আহমেদের দারুণ জুটিতে ভর করে সিলেট প্রথম দিন শেষে তুলেছে ২৪০ রান।



শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফতুল্লায় এ ম্যাচে অপরাজিত রয়েছেন রাজিন সালেহ। অপরাজিত ৭২ রান নিয়ে প্রথম দিন শেষ করেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন ৭০ রানে দিন শেষ করা রুম্মান আহমেদ। দিন শেষে ৪ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ ২৪০ রান।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানের মাথায় সিলেটের ওপেনার সায়েম আলম ফিরে যান। আরেক ওপেনার ইমতিয়াজ হোসেন খেলেন ৩৭ রানের ইনিংস। উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসানের ব্যাট থেকে আসে ২২ রান।

চার নম্বরে ক্রিজে আসা রাজিন সালেহ ২২৩ বলের মোকাবেলায় ৭২ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৬টি চার আর একটি ছয়। ১৬৮ বলে অর্ধশতকের দেখা পান রাজিন।

সিলেটের দলপতি অলোক কাপালির ব্যাট থেকে আসে ১৫ রান। দলীয় ১১১ রানের মাথায় কাপালির বিদায়ে ব্যাটিংয়ে আসেন রুম্মান আহমেদ। ৭০ রানে অপরাজিত রয়েছেন রুম্মান। তিনি ১১৭ বলে অর্ধশতকের দেখা পান।

রাজিন সালেহর সঙ্গে জুটি বেধে রুম্মান অবিচ্ছিন্ন ১২৯ রানের পার্টনারশিপ গড়েন।

চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট তুলে নেন মেরাজুল হক এবং নাবিল সামাদ।

জাতীয় ক্রিকেট লিগে প্রথম দিনে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয় ঢাকা মেট্রো আর রংপুর বিভাগ। এদিকে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে নামে রাজশাহী বিভাগ এবং বরিশাল বিভাগ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনা বিভাগের প্রতিপক্ষ ঢাকা বিভাগ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।