ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মোসাদ্দেকের শতক, সানজামুলের ৬, মাহমুদুলের ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
মোসাদ্দেকের শতক, সানজামুলের ৬, মাহমুদুলের ৫ উইকেট

ঢাকা: ১৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের খেলায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয় ঢাকা মেট্রো আর রংপুর বিভাগ। এদিকে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে নামে রাজশাহী বিভাগ এবং বরিশাল বিভাগ।



রাজশাহীর ম্যাচে প্রথম দিন শেষে বরিশাল শক্ত অবস্থানে রয়েছে। শাহরিয়ার নাফিস, মোসাদ্দেক হোসেন আর সোহাগ গাজীর ব্যাটে ভর করে বরিশাল অলআউট হওয়ার আগে তুলেছে ৩০২ রান। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৯ রানেই দুই উইকেট হারিয়ে ফেলেছে মুশফিকুর রহিমের স্বাগতিক রাজশাহী।

ব্যাটিংয়ে নেমে দারুণ শতক তুলে নিয়েছেন বরিশালের মোসাদ্দেক। ১৪৯ বল মোকাবেলা করে ১২২ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। শাহরিয়ার নাফিস খেলেন ৭৫ রানের ইনিংস। আর সোহাগ গাজীর ব্যাট থেকে আসে ৫২ রান।

রাজশাহীর হয়ে একাই ৬ উইকেট তুলে নেন সানজামুল ইসলাম।

জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার জহুরুল ইসলাম (৮ রান) এবং ফরহাদ হোসেনের (৪ রান) উইকেট হারিয়ে দিন শেষে ১৯ রান তোলে রাজশাহী। ফলে, প্রথম ইনিংসে স্বাগতিকরা এখনও ২৮৩ রানে পিছিয়ে রয়েছে।

এদিকে, বগুড়ায় ঢাকা মেট্রো অলআউট হওয়ার আগে ২৩৮ রান সংগ্রহ করে। দিন শেষে রংপুর বিনা উইকেটে ১২ রান তুলেছে।

ঢাকা মেট্রোর হয়ে ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করেন মার্শাল আইয়ুব। এছাড়া শামসুর রহমানের ব্যাট থেকে আসে ৫৪ এবং ইলিয়াস সানি করেন অপরাজিত ৫২ রান। দলপতি মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে ১৬ রান।

রংপুরের মাহমুদুল হাসান একাই ঢাকা মেট্রোর ৫ ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।