ঢাকা: পাকিস্তানে নারী ক্রিকেট দল পাঠানো হবে কিনা তা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে, এমনটি জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনেকটাই নিশ্চিত হয়েছে বাংলাদেশ থেকে সালমা বাহিনীরা সফরে যাচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো পিসিবি’র এমন খবরও প্রকাশ করছে। তাদের খবর অনুযায়ী, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণকারী বিসিবি’র প্রতিনিধিরা বোর্ডকে সবুজ সংকেত দিয়েছেন। সন্তোষ প্রকাশ করেছেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পাকিস্তানের করাচি ও লাহোর পরিদর্শন করে দেশে ফেরেন চার সদস্যের নিরাপত্তা পরিদর্শক দল। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কাছে সেদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দাখিল করবেন পরিদর্শক দলটি। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে সফরে সালমারা পাকিস্তান যাচ্ছেন কি না।
এর আগে জালাল ইউনুস জানিয়েছিলেন, ‘রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি। বোর্ড প্রেসিডেন্ট (নাজমুল হাসান পাপন) দেশের বাইরে আছেন। ২০ সেপ্টেম্বরের মধ্যে তিনি চলে আসবেন। দেশে আসার পর তিনি রিপোর্টটি পর্যালোচনা করে পাকিস্তানে নারী ক্রিকেট দল পাঠানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ’
উল্লেখ্য, পরিদর্শক দলটি পাকিস্তান যায় গত ৫ সেপ্টেম্বর। সেখানে লাহোর ও করাচিতে দু’দিন করে পরিদর্শন করেন তারা। সেখানকার মাঠ, ড্রেসিংরুম, ডাইনিং, জিমনেশিয়াম ও থাকার ব্যবস্থাসহ আনুষাঙ্গিক অবকাঠামো পরিদর্শন করা হয়।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৫
এমআর