ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হঠাৎ করেই অজিদের পরামর্শক নিয়োগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
হঠাৎ করেই অজিদের পরামর্শক নিয়োগ ছবি: সংগৃহীত

ঢাকা: নিজ দেশে ফেরার আগে বাংলাদেশ জাতীয় দলের আসন্ন সিরিজ নিয়ে টাইগারদের সাবেক অজি কোচ স্টুয়ার্ট ল বলেছিলেন, টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জন্য যুদ্ধ অপেক্ষা করছে। স্বাগতিকদের বিপক্ষে সিরিজটি মোটেই সহজ হবেনা অজিদের কাছে।

অস্ট্রেলিয়া দলকে সতর্কবার্তা জানিয়েই স্টুয়ার্ট এমনটি বলেছিলেন।

স্টুয়ার্টের এমন মন্তব্যের পর এবারে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশ্ববর্তী দেশ ভারত থেকে একজন পরামর্শক নিয়োগ দিয়েছে। বাংলাদেশ সফরে আসা অজি দলটিকে নিয়োগ পাওয়া পরামর্শক উপমহাদেশের ক্রিকেট নিয়ে সাহায্য করবেন।

জানা যায়, ভারত থেকে নিয়োগ দেওয়া পরামর্শক তামিল নাড়ু ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এস শ্রীরাম। তিনি অজিদের কোচিং স্টাফকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন।

অজি কোচ স্টুয়ার্ট ল জানিয়েছিলেন, সম্প্রতি তারা (অস্ট্রেলিয়া) যে অভিজ্ঞ খেলোয়াড়দের হারিয়েছে, তাদের অভাব পূরণ করা বিশাল ব্যাপার। বাংলাদেশে প্রচুর গরম পড়বে, বল টার্ন করবে। তাদের জন্য আরও অনেক বাধা আছে। অস্ট্রেলিয়া যদি ভেবে থাকে তারা বাংলাদেশে আসবে এবং স্বাগতিকদের হারিয়ে চলে যাবে, তবে আমি বলবো তাদের ভাবনার মতো সব কিছু সহজ হবে না। বাংলাদেশও লড়াইয়ের জন্য প্রস্তুত।

আর এই লড়াইয়ে টিকে থাকতে হলে অজিদের কোচিং স্টাফে যোগ হয়েছেন প্রতিবেশি দেশ ভারতের শ্রীরাম। এর আগে অবশ্য এরাপাল্লি প্রসন্ন এবং বিসেন সিং বেদি অস্ট্রেলিয়ার স্পিনারদের পরামর্শক হিসেবে কাজ করেছিলেন। তবে, এবারই প্রথমবার ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান কোচ আর দলের কোচিং স্টাফদের জন্যও একজন পরামর্শক নিয়োগ দিয়েছে। শ্রীরাম প্রধান কোচ ড্যারেন লেহম্যানের সঙ্গে কাজ করবেন বাংলাদেশ সফরে থাকা দলটির জন্য।

ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে জানানো হয়, ঢাকায় পৌঁছামাত্র শ্রীরাম দলের সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশে এসে অজিদের প্রস্তুতি ম্যাচের আগেই তিনি কাজ শুরু করবেন।

শ্রীরাম এর আগে আইপিএলের দল দিল্লি এবং তামিল নাড়ুর জুনিয়র দলের সঙ্গে কাজ করেছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি সূত্র জানায়, শ্রীরাম স্মিথ বাহিনী আর কোচিং স্টাফদের সঙ্গে কাজ করবেন বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভালো করার জন্য। এছাড়া পরের বছর ভারতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে সময় দলের পরামর্শক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হতে পারে। এজন্য আগামী ৬-৭ মাস শ্রীরামকে বেতনভুক্ত কর্মী হিসেবে রাখার জন্য বোর্ড ভাবছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।