ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ডালমিয়ার শারীরিক অবস্থার উ‌ন্নতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
ডালমিয়ার শারীরিক অবস্থার উ‌ন্নতি ছবি: সংগৃহীত

ঢাকা: হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এখন ভালো আছেন ডালমিয়া।

তবে আরও তিনদিন হাসপাতালে রাখা হতে পারে তাকে।

হৃদরোগ বিশেষজ্ঞ অনিল মিশ্র জানান, ‘জগমোহন ডালমিয়া আগের চেয়ে ভালো আছেন। তার ইসিজি রিপোর্ট আগের চেয়ে ভালো। আপাতত আমরা তাকে পর্যবেক্ষণে রাখছি। ’

সৌরভ গাঙ্গুলিসহ বিসিসিআই এর অন্যান্য কর্মকর্তারা ডালমিয়াকে হাসপাতালে দেখতে যান। আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন ডালমিয়া-পুত্র অভিষেককে ফোন করে তার শারীরিক অবস্থার খবর নিয়েছেন।

রবি শাস্ত্রী, রাজীব শুক্লা, অনুরাগ ঠাকুর ফোন করেছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্মকর্তা ডালমিয়ার দ্রুত আরোগ্য কামনা করছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুরুতর অসুস্থ ‍অবস্থায় ডালমিয়াকে কলকাতার বিএম বিড়লা হাসপাতালে ভর্তি করা হয়। এনজিওগ্রাম করানো শেষে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়।

বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভোগেন ৭৫ বছর বয়সী ডালমিয়া। এ বছরের মার্চে তৃতীয়বারের মতো ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ক্রিকেট ‍অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এর প্রধান হিসেবেও ‍তিনি দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে ক্রিকেটীয় কর্মকাণ্ডে জড়িত তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।