ঢাকা: জাতীয় লিগের প্রথম রাউন্ডের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে ২৮ রানের লিড নিয়েছে রংপুর বিভাগ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চারদিনের ম্যাচে দ্বিতীয় দিন শেষে রংপুরের সংগ্রহ পাঁচ উইকেটে ২৬৬ রান।
আগের দিনের বিনা উইকেটে ১২ রান নিয়ে দিন শুরু করে রংপুর। ৪৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সেখান থেকে মাহমুদুল হাসান ও নাঈম ইসলাম চতুর্থ উইকেট জুটিতে ৮৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন।
দলীয় ১৩৩ রানে নাঈম ও মাহমুদুল বিদায় নিলে আবার চাপে পড়ে রংপুর। এবার চাপ সামাল দেন ধীমান ঘোষ ও আরিফুল ইসলাম জুটি। ধীমান ঘোষের অপরাজিত ৮৫ ও আরিফুল হকের অপরাজিত ৪৮ রানের ইনিংসে ভর করে লিড পায় রংপুর।
মেট্রোর হয়ে মোহাম্মদ শহীদ ও ইলিয়াস সানি দুটি করে উইকেট নেন। অপর উইকেটটি নেন শরিফউল্লাহ।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসকে/এমএমএস