ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মুমিনুল-নাসিরদের সামনে সিরিজ জয়ের হাতছানি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
মুমিনুল-নাসিরদের সামনে সিরিজ জয়ের হাতছানি ছবি : সংগৃহীত

ঢাকা: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ এ সমতা। আগামীকাল (রোববার, ২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য সিরিজের তৃতীয় ওয়ানডে তাই অঘোষিত ফাইনাল।

প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাড়ানো বাংলাদেশ ‘এ’ দলের সামনে তাই সিরিজ জয়ের হাতছানি।
 
ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।
 
শিরোপা নির্ধারণী ম্যাচের আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে দারুণ আত্মবিশ্বাসী মুমিনুল-নাসিররা। প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৯৬ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে ‘নাসির শো’তে ৬৫ রানের দাপুটে জয় তুলে নেয় টাইগার শিবির।

সিরিজে সফরকারী দলকে সমতায় ফেরাতে ব্যাট হাতে দৃষ্টিনন্দন অপরাজিত শতকের (১০২) পর বল হাতে ৫ উইকেট দখল করেন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন। ৪ উইকেট নিয়ে দলের জয়ে দারুণ ভূমিকা রাখেন পেসার রুবেল হোসেন।  

এ জয়ের ফলে আত্মবিশ্বাস সঞ্চার হয়েছে বাংলাদেশ দলে। তাইতো শেষ ওয়ানডেতে জয় দিয়ে সিরিজ নিজেদের করে নিতে চায় মুমিনুল হকের নেতৃত্বে দলটি।

শেষ ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলে সুযোগ পেতে পারেন পেসার কামরুল ইসলাম রাব্বি ও লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন। তাসকিন আহমেদের ইনজুরির কারণে তার বদলি হিসেবে স্কোয়াডে যোগ দিয়েছেন রাব্বি। জুবায়ের হোসেন শুরু থেকে স্কোয়াডে থাকলেও প্রথম দুটি ওয়ানডে ম্যাচে একাদশে দেখা যায়নি তাকে।
 
ওয়ানডে সিরিজ শেষে ভারত সফরে দুটি তিনদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ২২-২৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম তিনদিনের ম্যাচ, প্রতিপক্ষ কর্ণাটক। ২৭-২৯ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে তিনদিনের ম্যাচ দিয়ে ভারত সফর শেষ করবে রুবেল-সাব্বির-লিটনরা-সৌম্যরা।

বাংলাদেশ ‘এ’ দল:
মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক) এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, রনি তালুকদার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও শুভাগত হোম চৌধুরী।

ভারত ‘এ’ দল:
উন্মুখ চাঁন্দ (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, মনিশ পান্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, সঞ্জু স্যামসন, করুন নায়ার, কুলদিপ যাদব, জয়ন্ত যাদব, কার্ন শর্মা, ঋষি ধাওয়ান, এস অরবিন্দ, ধাওয়াল কুলকার্নি, রাশ কালারিয়া এবং গুরক্রিত সিং।
 
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।