ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

১৯ রানে পিছিয়ে খুলনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
১৯ রানে পিছিয়ে খুলনা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে দ্বিতীয় দিন শেষে ঢাকা বিভাগের চেয়ে ১৯ রানে পিছিয়ে রয়েছে খুলনা বিভাগ। প্রথম  ইনিংসে খুলনার সংগ্রহ চার  উইকেটে ১৬৮ রান।

হাতে আছে ছয় উইকেট। নুরুল হাসান ২৫ ও মোহাম্মদ মিথুন ২১ রানে অপরাজিত আছেন। খুলনার হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন মেহেদি হাসান।

এর আগে  ১৮৭ রানে শেষ হয় ঢাকা বিভাগের প্রথম ইনিংস।   শনিবার (১৯ সেপ্টেম্বর) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগের দিনের ৮ উইকেটে ১৭৪ রান নিয়ে দিন শুরু করে ঢাকা বিভাগ। শেষ দুটি উইকেট হারিয়ে আরও ১৩ রান যোগ করে ঢাকা।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন সাইফ ‍হাসান। খুলনার হয়ে মুস্তাফিজুর রহমান ও আব্দুর রাজ্জাক ৪টি করে উইকেট নেন।
 
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।