ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

‍আল আমিন-নাসিরের আঘাত, ভারত ২২০/৪

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
‍আল আমিন-নাসিরের আঘাত, ভারত ২২০/৪ ছবি: সংগৃহীত

ঢাকা: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে লড়ছে বাংলাদেশ ‘এ’ দল ও ভারত ‘এ’ দল। সিরিজে ১-১ ব্যবধান থাকায় এ ম্যাচে সিরিজ জয়ের মিশনে নামে মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল।



সর্বশেষ আল আমিন হোসেনের বলে বোল্ড হয়ে ফিরেন সাঞ্জু স্যামসন। স্যামসন ৯০ রানে প্যাভিলিওনে ফিরেন। অন্যদিকে নাসির হোসেনের বলে লিটন দাশকে ক্যাচ দিয়ে আউটন হন কেদার যাদব।

এ রিপোর্ট লেখা পর্যন্ত টাইগার বিপক্ষে ৪২ ওভার শেষে ভারতের সংগ্রহ চার উইকেট হারিয়ে ২২০ রান। সুরেশ রাইনা ৬১ রানে অপরাজিত আছেন।

এর আগে টসে জিতে ব্যাটিং নেওয়া ভারতের ইনিংসে ৮৭ রানে ব্যবক্তিগত ৪১ রান করে আরাফাত সানীর বলে বোল্ড হন স্বাগতিক অধিনায়ক উন্মুখ চাঁদ। ৬৮ বলে চারটি চার ও একটি ছয়ে চাঁদ তার ইনিংসটি খেলেন।

এছাড়া দলীয় ২.২ ওভারে চার রান করে শফিউল ইসলামে শিকার হন মায়ানাক আগারওয়াল। তিনি ভারতীয় ইনিংসের পাঁচ রনের সময় ব্যক্তিগত চার রানে লিটন দাশকে ক্যাচ দিয়ে প্যাভিলিওনে ফিরেন।

ব্যাঙ্গলুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এর আগে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ বড় ব্যবধানে হারে। তবে দ্বিতীয় ম্যাচে নাসির হোসেনের অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে সমতা আনে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।