ঢাকা: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশেষে দেশটির ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগ পিএসএল সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে যাচ্ছে। তবে লিগটি অায়োজনে পিসিবি’কে মাস্টার্স ক্রিকেট লিগ কমিটির সঙ্গে দুবাই ও শারজা মাঠ ভাগাভাগি করে নিতে হবে।
পিসিবি’র এক মুখপাত্র জানান, আমিরাত ক্রিকেট বোর্ড ও পিসিবি লিগটি আয়োজনের ব্যাপারে দুবাই ও শারজায় খেলার সিদ্ধান্ত নিয়েছে।
মুখপাত্রটি বলেন, ‘অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে অায়োজিত এমসিএল ও পিএসএল টুর্নামেন্টের ভেন্যু একই থাকবে। তবে দুবাইতে একদিন পিএসএল খেলা হলে পরের দিন এমসিএলের খেলা হবে। ’
এর আগে আগামী বছরের শুরুর দিকে আমিরাতে এমসিএল আয়োজন করার সিদ্ধান্ত নিলে পাকিস্তান তাদের লিগটি কাতারের দোহায় করার পরিকল্পনা করে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত আমিরাতে দেশটির প্রচুর সমর্থক রয়েছে। সমর্থকদের কথা চিন্তা করেও পিসিবি এ সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমএমএস