ঢাকা: বাংলাদেশ নারী দলের পাকিস্তান সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২-৩ দিনের মধ্যেই সিদ্ধান্ত নেবে বিসিবি।
আর এ জন্য নারী দলকে প্রস্তুত থাকতেও বলা হয়েছে হয়েছে বিসিবি থেকে।
নারী দলের হেড কোচ চাম্পিকা গামাগে প্রস্তুত রাখছেন তার ক্রিকেটারদের। তিনি মনে করেন পাকিস্তান সফর হলে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্যই তা ভালো হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) মিরপুরের একাডেমি ভবনে বাংলানিউজকে গামাগে জানান, ‘পাকিস্তান ভালো দল। তাদের সঙ্গে খেলতে পারলে বাংলাদেশের ক্রিকেটের জন্যই ভালো হবে। সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ রয়েছে। পাকিস্তান সিরিজ হলে সেটা দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভালো হতে পারে। ’
২৬ জন ক্রিকেটারকে নিয়ে এক মাসেরও বেশি সময় ধরে মিরপুরে হয়েছে অনুশীলন ক্যাম্প। দলের অনুশীলনে সন্তুষ্ট টাইগ্রেস কোচ।
তবে গত এক বছরে বাংলাদেশ কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলায় কিছুটা শঙ্কিত এই লঙ্কান কোচ। এ প্রসঙ্গে তিনি জানান, ‘প্রথম ধাপে আমাদের ২৬ দিনের লম্বা ক্যাম্প ছিল। তারপর আরও ১০ দিন প্র্যাকটিস করেছি। অনুশীলন ভালো হচ্ছে। সবাই খুব পজিটিভ। ক্রিকেটাররা দুটি প্র্যাকটিস ম্যাচও খেলেছে। তবে আন্তর্জাতিক ম্যাচ না খেলাতে কিছুটা চিন্তা থেকেই যায়। ’
প্রাথমিক ক্যাম্পে থাকা ২৬ ক্রিকেটারের মধ্যে ৯ জনই নতুন। চূড়ান্ত দলে নতুনদের সম্ভাবনা কেমন-এমন প্রশ্নের জবাবে গামাগে বলেন, ‘নতুন ৯ জন ক্রিকেটার আছে ক্যাম্পে। সেখান থেকে ২-৩ জনের সম্ভাবনা রয়েছে মূল দলে ঢোকার। তবে এটা নির্বাচকদের সিদ্ধান্তের ব্যাপার। সবমিলে আমাদের দল যথেষ্ট শক্তিশালী। আশা করি, ওরা ভালো করতে পারবে। ’
পাকিস্তান সফরের ব্যাপারে ক্রিকেটাররা ভীত কি না-এমন প্রশ্নে গামাগে জানান, ‘দলের সবাই পজিটিভ। আমার তো মনে হয় না তারা ভীত। পাকিস্তানকে অনেক ভালো নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো সমস্যা থাকলে তো তারা আমাদের আমন্ত্রণ জানাতো না। ’
বাংলাদেশ নারী দলকে পাকিস্তান সফরের ব্যাপারে অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সেখানকার নিরাপত্তা ঝুঁকিজনিত কারণে সফরের সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নেয় বিসিবি। অবশেষে বাংলাদেশের চার সদস্যের নিরাপত্তা পর্যবেক্ষক দল পাকিস্তান সফর করে গত ১০ সেপ্টেম্বর দেশে ফেরেন। লাহোর ও করাচি ভেন্যু পরিদর্শন করেন তারা।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর