ঢাকা: রোববার রাতে জগমোহন ডালমিয়ার প্রয়াণের খবর শুনে ক্রিকেট বোদ্ধাদের সঙ্গে শোকস্তব্ধ হয়ে যান তারকা সাবেক আর বর্তমান ভারতীয় ক্রিকেটাররা। সেটির প্রতিফলন এসে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটারে।
প্রণব মুখোপাধ্যায়: জগমোহন ডালমিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানাই।
নরেন্দ্র মোদী: শ্রী জগমোহন ডালমিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওনার আত্মার শান্তি কামনা করি।
ডালমিয়ার মৃত্যুতে গভীর শোক জানান ভারতের মাস্টারব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, ভারতের ওয়ানডে আর টি-টোয়েন্টির বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, টেস্টের দলপতি বিরাট কোহলি। এছাড়া শোক জানিয়েছেন আরও অনেকে।
ডালমিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে তিনটি টুইট করেন আধুনিক ক্রিকেটের ডন শচীন। গত জুন মাসে ডালমিয়ার সঙ্গে শেষবার কলকাতায় দেখা হয়েছিল শচীনের।
ডালমিয়ার স্মৃতিচারণা করতে গিয়ে শচীন জানান, আমার শেষ টেস্টকে স্মরণীয় করে রাখতে ডালমিয়ার অবদানের কথা ভুলতে পারব না। তার জন্যই ইডেন টেস্টটা আমার কাছে বিশেষ কিছু হয়ে থাকবে। তিনি ক্রিকেটের জন্য আজীবন কঠোর পরিশ্রম করেছেন। বছরের পর বছর ডালমিয়ার কথা মানুষ মনে রাখবেন একজন দক্ষ প্রশাসক ও ক্রিকেপ্রেমী হিসেবে।
শচীন টুইটে লেখেন: ইডেনে আমার শেষ টেস্টে তার পরিশ্রম আমার কাছে খুব স্পেশাল। তার আত্মার চির-শান্তি কামনা করি।
মহেন্দ্র সিং ধোনি: ক্রিকেটে তার অবদানের জন্য ডালমিয়ার প্রতি শ্রদ্ধা রইলো। তার আত্মার শান্তি কামনা করি।
বিরাট কোহলি: হঠাৎ করে ডালমিয়াজির মৃত্যু সংবাদ পেলাম। তার আত্মীয়, পরিজন ও পরিবারের প্রতি সমবেদনা রইলো।
সঞ্জয় মাঞ্জেরেকর: ক্রিকেটীয় মনন এবং দক্ষ প্রশাসক একই সঙ্গে দুটোই ছিলেন জগু দাদা। ওনার চলে যাওয়ার খবরে খুব খারাপ লাগছে।
অনুরাগ ঠাকুর: ভারতীয় ক্রিকেটের ফাদার ছিলেন ডালমিয়া। ভারতীয় ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছিলেন তিনি। অত্যন্ত দক্ষ ক্রীড়া প্রশাসক ছিলেন। ভারতের ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন। আগামী প্রজন্ম তার অবদান মনে রাখবে। একটা যুগ শেষ হল। রেস্ট ইন পিস ডালমিয়াজি।
রাজীব শুক্লা: আইসিসি বা বিসিসিআই যেখানেই থাকুন, তার ভাবনাচিন্তাই ছিল অন্যরকম। কোনও সিদ্ধান্ত নিতে দু’বার ভাবেননি। ডালমিয়ার চিন্তাধারাই ছিল আধুনিক। ভারতীয় ক্রিকেটের অন্যতম পথপ্রদর্শক। বোর্ডে থাকাকালীন এমন সব সিদ্ধান্ত নিয়েছেন যা আজও ভোলার নয়। ভারতীয় ক্রিকেটে এক বিরাট শূন্যস্থান তৈরি হল।
অনিল কুম্বলে: ডালমিয়াজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। খেলোয়াড়দের কাছের মানুষ ছিলেন তিনি। তার মৃত্যু বিশ্বক্রিকেটের অপূরণীয় ক্ষতি। তার পরিবারকে সমবেদনা জানাই।
বিষেণ সিং বেদি: একজন দক্ষ প্রশাসক এবং বিসিসিআইয়ের সেরা সভাপতিকে হারালাম আমরা।
ভিভিএস লক্ষ্মণ: ভারতীয় ক্রিকেটে ডালমিয়ার অবদান অবিস্মরণীয়। একজন বিচক্ষণ প্রশাসক ছিলেন তিনি। ভারতীয় ক্রিকেটে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
হরভজন সিং: ডালমিয়া স্যারের প্রয়াণের খবরে খুবই দুঃখিত। বিসিসিআই এবং ক্রিকেটারদের পক্ষে বিরাট ক্ষতি। আপনাকে স্যালুট জানাই স্যার।
রোহিত শর্মা: রেস্ট ইন পিস ডালমিয়া স্যার। আপনার পরিবারের প্রতি সমবেদনা জানাই।
সুরেশ রায়না: ভারতীয় ক্রিকেটের পক্ষে বিরাট ক্ষতি হয়ে গেল। মিস্টার ডালমিয়া আমাদের সবসময় সঠিক পথ দেখাতেন। আপনি ভালো থাকুন স্যার।
শিখর ধাওয়ান: ডালমিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। স্যারের অবদান ভারতীয় ক্রিকেট এবং বিসিসিআই সারা জীবন মনে রাখবে।
প্রজ্ঞান ওঝা: ডালমিয়ার আত্মার শান্তি কামনা করি। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।
অশোক দিন্দা: ডালমিয়া স্যারের প্রয়াণে আমি গভীর শোকাহত। বাংলা এবং ভারতীয় ক্রিকেটের পক্ষে বিরাট ক্ষতি হয়ে গেল।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর ২০১৫
এমআর
** ডালমিয়ার মৃত্যুতে শোক জানালো বিসিবি
** এক মিনিট নীরবতা পালন করবেন ক্রিকেটাররা
** ‘সত্যিকারের বন্ধু হারালো বাংলাদেশের ক্রিকেট’
** ডালমিয়ার অবদান তুলে ধরলেন বিশ্বসেরা অলরাউন্ডার