ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাতীয় লিগে ক্রিকেটারদের সেলফি-উৎসব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
জাতীয় লিগে ক্রিকেটারদের সেলফি-উৎসব ছবি : সংগৃহীত

ঢাকা: সেলফি জ্বরে যখন আক্রান্ত সারা বিশ্ব, সেখানে দারুণভাবে আক্রান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরাও। মাঠের পাশাপাশি তাদের এই আনন্দের ভাগ দিয়েছেন সমর্থকদেরও।



চলতি বছরের মার্চে শেষ হয়েছে ১৬তম জাতীয় ক্রিকেট লিগ। ৬ মাস না পেরোতেই শুরু হয় জাতীয় লিগের ১৭তম আসর। মৌসুমের প্রথম লিগে অংশ নিতে পেরে  আনন্দিত ক্রিকেটাররা।

জাতীয় দলের পাঁচ শীর্ষ ক্রিকেটার সাকিব-তামিম, মাহমুদউল্লাহ-মুস্তাফিজ-মুশফিকদের উপস্থিতি আরও বেশি জমজমাট করে তোলে লিগের প্রথম রাউন্ড। তবে চারদিনের ম্যাচের শেষ দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় ম্লান হয়ে গেছে ম্যাচের আনন্দ।

দেশের বিভিন্ন ভেন্যুতে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে বাগড়া বাধায় বৃষ্টি। নিষ্প্রাণ ড্র হয় চারটি ম্যাচই।

ম্যাচ না জমলেও মাঠের বাইরে জমিয়ে আড্ডা দিয়েছেন ক্রিকেটাররা। আড্ডার মুহূর্তগুলো সেলফি তুলে স্থির করে রেখেছেন তারা। আর তা পোস্ট করেছেন ক্রিকেটারদের নিজস্ব ফেসবুক আইডিতে।

কেউ টিম হোটেলে আড্ডার ফাঁকে  তুলেছেন সেলফি, কেউবা মাঠের মধ্যেই।

জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল সতীর্থদের সঙ্গে সেলফি তোলেন। তরুণ ক্রিকেটার মুস্তাফিজুর রহমানও বাদ যাননি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সঙ্গে সবুজ ঘাসে শুয়ে অভিনব কায়দায় তুলেছেন সেলফি।

ফতুল্লায় রাজিন সালেহ, অলক কাপালীদের নিয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছেন এনামুল হক জুনিয়র। জাতীয় লিগে অংশ নেওয়া বেশিরভাগ ক্রিকেটারই সেলফি তুলে তাদের ফেসবুকে পোস্ট করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।