ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে পণ্ড তামিমের ব্যাটিং

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
বৃষ্টিতে পণ্ড তামিমের ব্যাটিং ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির জন্যই জাতীয় লিগে অংশ নেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। ব্যাটে শান দেওয়ার সুযোগও এসেছিল ম্যাচের চতুর্থ ও শেষ দিন।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিলেট বিভাগের বিপক্ষে দারুণ শুরুও করেছিলেন তামিম ইকবাল।

কিন্ত তামিমের ব্যাটিং অনুশীলনে বাধ সাধে বৃষ্টি। ১০ বল মোকাবেলা করে তিন চারে ১৩ রান করার পর বৃষ্টি শুরু হলে মাঠ ছাড়েন চট্টগ্রামের এ বাঁহাতি ওপেনার। নিষ্প্রান ড্র হয় প্রথম রাউন্ডের ম্যাচটি।

চট্টগ্রাম-সিলেট ম্যাচে এদিন মাত্র ‍চার ওভার খেলা হয়। ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৩৫২ রান তুলেছিল সিলেট বিভাগ। তৃতীয় দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর চতুর্থ দিন সকালে মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা করে সিলেট।

৩৫২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে চার ওভারে ৩৬ রান তোলে চট্টগ্রাম। এরপর বৃষ্টি শুরু হলে ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়াররা। তামিম ইকবাল ১৩ ও ইয়াসির আলী ২৩ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।