ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে না আসলেও মাঠে নামছেন হ্যাজেলউড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
বাংলাদেশে না আসলেও মাঠে নামছেন হ্যাজেলউড

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে বিশ্রামে থাকলেও মাঠে নামছেন জস হ্যাজেলউড। ম্যাটাডোর কাপ ওয়ানডে টুর্নামেন্টে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলবেন এ ডানহাতি পেসার।

অক্টোবরের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট আসরটির পর্দা উঠবে।

২৮ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে অজি ক্রিকেট দল। চট্টগ্রামে ০৯ অক্টোবর প্রথম টেস্ট ও ঢাকায় ১৭ অক্টোবর দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে। হ্যাজেলউড ছাড়াও মিচেল জনসনকে এ সিরিজে দলে রাখা হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে লম্বা সময় ধরে ক্রিকেটে থাকায় তাদেরকে বিশ্রাম দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

কিন্তু, বিশ্রামের পরিবর্তে বল হাতে ঠিকই মাঠে ফিরছেন হ্যাজেলউড। অন্যদিকে, নিউ সাউথ ওয়েলসের ১৪ সদস্যের ঘোষিত দলে রয়েছেন তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন। যিনি অ্যাশেজ সিরিজের পরই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান।

ওয়াটসন-হ্যাজেলউডদের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার ময়েসেস হেনরিকস। ২০০৫-০৬ মৌসুমের পর থেকে শিরোপা খরায় ভুগছে নিউ সাউথ ওয়েলস। এবার তাদের শিরোপা পুনরুদ্ধারের পালা!

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।