ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর। বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
২৮ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে ক্রিকেটারদের অনুশীলন। দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ক্যাম্প শুরুর আগেই ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন।
বাংলাদেশের অনুশীলন ক্যাম্প শুরুর দিনই ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নতুন টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসছে অজিরা। ঢাকায় পৌঁছে মিরপুরে টানা চারদিন অনুশীলন শেষে ৩ অক্টোবর থেকে বিসিবি একাদশের বিপক্ষে ফতুল্লায় একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী অজিরা।
এরপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর