ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আগামী সপ্তাহেই সালমাদের পাকিস্তান সফর!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আগামী সপ্তাহেই সালমাদের পাকিস্তান সফর! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের ব্যাপারে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে নারী ক্রিকেট দলকে পাকিস্তান সফরের অনুমোদন দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বাংলাদেশের নিরাপত্তা পরিদর্শক দল পাকিস্তান সফরের পর তাদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে পাকিস্তান সফরের অনুমতি দেয় সরকার।

এ ব্যাপারে  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির আহমেদ বলেন, ‘ঈদের পর নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। এ সংক্রান্ত সরকারি অর্ডার জারি হয়েছে। তাই তাদের ভিসা প্রক্রিয়ার জন্য আমরা বিসিবিকে চিঠি দিয়েছি। ’

তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত পাকিস্তান যাওয়া, না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। ঈদের পরপরই যেহেতু সফর আর মাঝের সময়টাতে ছুটি থাকছে তাই আমরা বিসিবিকে তাদের ভিসা সংক্রান্ত কাজে সহযোগিতার কথা জানিয়েই চিঠি দিয়েছি। ’

এদিকে বিসিবি সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেশে ফিরবেন। তিনি দেশে ফেরার পর বোর্ড এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

পাকিস্তানে দল পাঠানোর সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা বিসিবি এখনো না দিলেও একটি সূত্র থেকে জানা গেছে, আগামী ২৭ কিংবা ২৮ সেপ্টেম্বর পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে সালমা বাহিনী।

সফরে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও ‍দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। সবগুলো ম্যাচই হবে করাচিতে। এ জন্য সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছেন নারী ক্রিকেটাররা।  

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।