ঢাকা: ভারতের ঘরোয়া ক্রিকেটে লক্ষ্মীপতি বালাজিকে ২০১৫-১৬ মৌসুমের জন্য বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তামিলনাড়ু। দলের খেলোয়াড় ভূমিকাতেও থাকবেন ৩৩ বছর বয়সী এ পেসার।
তবে স্কোয়াডে থাকলেও বালাজির খেলার সম্ভাবনা খুবই ক্ষীন। গত মৌসুম শেষেই ক্রিকেট থেকে তার অবসরের একটা গুঞ্জন ওঠে। কারণ, প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি কাপে তিনি অংশ নেননি। যেখানে তামিলনাড়ু ফাইনালে ওঠে।
তাই এ মৌসুমে দলের পেসারদের সহায়তার কাজটিই হয়তো তার কাছে মুখ্য হয়ে উঠবে। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ) বরাত দিয়ে ইএসপিএন ক্রিকইনফো এমন খবরই প্রকাশ করেছে।
উল্লেখ্য, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ভারতের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন বালাজি। তাই জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে! এখন পর্যন্ত আট টেস্ট, ৩০ ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এ ডানহাতি মিডিয়াম পেসার। তিন ফরমেটে তার উইকেট সংগ্রহ যথাক্রমে ২৭, ৩৪ ও ১০।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আরএম