ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

মুমিনুলদের বিপক্ষে কর্নাটকের ১২৯ রানের লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
মুমিনুলদের বিপক্ষে কর্নাটকের ১২৯ রানের লিড ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ১২৯ রানের লিড নিয়েছে কর্নাটক। তিনদিনের ম্যাচের প্রথম ইনিংসে ২৮৭ রানে অলআউট হয় ২০১৪-১৫ মৌসুমের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক।



ম্যাচের প্রথম দিন ১৫৮ রানেই থেমে যায় বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস। জবাবে প্রথম দিন শেষেই ৫ রানের লিড নিয়েছিল স্বাগতিক দলটি। দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলেছিল তারা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শেষ ৪ উইকেটে আরও ১২৪ রান যোগ করে কর্নাটক ব্যাটসম্যানরা। আগের দিন ৫৫ রানে অপরাজিত থাকা শিশির ভাবানে ৮৮ রান করেন জুবায়ের হোসেন লিখনের শিকার হন। ১৪ রানে অপরাজিত থাকা জগদীস সুচিথকে ৪১ রানে কট অ্যান্ড বোল্ড করেন শুভাগত। শেষ দিকে ৪০ রান যোগ করে কর্নাটককে বড় লিড এনে দেন উদিত প্যাটেল।

সাকলাইন সজীব ও শুভাগমত হোম চারটি করে উইকেট নিয়েছেন। আল আমিন হোসেন ও জুবায়ের হোসেন পেয়েছেন একটি করে উইকেট।

১২৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের সূচণা করবেন বাংলাদেশ ‘এ’ দলের দুই ওপেনার এনামুল হক বিজয় ও রনি তালুকদার।
 
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।