ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের নিয়ে আশাবাদী হিথ স্ট্রিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
টাইগারদের নিয়ে আশাবাদী হিথ স্ট্রিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: বিশ্ব ক্রিকেটে টেস্ট ফরম্যাটে অনেক দূর যাবে বাংলাদেশ এমনটিই মনে করেন দলের বোলিং কোচ হিথ স্ট্রিক। ২০১৪ সালে টাইগারদের দলে যুক্ত হওয়া স্ট্রিক বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের মূল কোচের ভূমিকায় ভারতে রয়েছেন।



বাংলাদেশের টেস্ট ভবিষ্যত জানাতে গিয়ে এক সাক্ষাতকারে স্ট্রিক বলেন, ‘আমি মনেকরি টেস্ট ক্রিকেটে বাংলাদেশ আরো ভালো করবে। এই ফরম্যাটে আমাদের অনেক অগ্রগতি হয়েছে। আশাকরি সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে জয়ের ধারা টেস্টে সিরিজেও প্রভাব পড়বে। ’

বর্তমানে ৫০ ওভারের ক্রিকেটে দারুণ সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের পর টাইগাররা পাকিস্তান, ভারত ও দক্ষিন আফ্রিকার মত শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয় পেয়েছে। প্রত্যেকটি জয়ই এসেছে ঘরের মাঠে তবে সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক স্ট্রিকের বিশ্বাস দেশের বাইরেও এই সাফল্য ধরে রাখবে দলটি।

স্ট্রিক আরো বলেন, ‘আমি মনেকরি বাংলাদেশে দেশের বাইরেও নিজেদের সেরাটা খেলে সাফল্য পাবে। বর্তমানে ‘এ’ দল ভারতের মাটিতে খেলছে। এখান থেকে তারা অনেক কিছু শিক্ষা নিতে পারছে।

বর্তমানে বাংলাদেশ দলে মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেনরা ফাস্ট বোলিংয়ে দুর্দান্ত করছে। আর অল্প সময়ে দলের এই পেসারদের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্ট্রিক।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।