ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ডালমিয়ার স্থলাভিষিক্ত হতে পারেন শুক্লা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
ডালমিয়ার স্থলাভিষিক্ত হতে পারেন শুক্লা

ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট পদের জন্য এগিয়ে আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চেয়ারম্যান রাজিব শুক্লা। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই’র এক কর্মকর্তা জানান, এই পদের জন্য রাজা সাব এমপি সবার থেকে এগিয়ে।



বিসিসিআই দ্রুতই বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বোর্ড মিটিং করবে। এর আগে রোববার (সেপ্টেম্বর ২০) অসুস্থ ‍অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করেন বিসিসিআই প্রেসিডেন্ট জাগমোহন ডালমিয়া। তার মৃত্যুর পর প্রেসিডেন্টের পদটি খালি হয়ে যায়।

এদিকে শুক্লা ছাড়াও প্রেসিডেন্ট পদের জন্য এগিয়ে আছেন বোর্ডের সাবেক প্রধান ও বর্তমান মহারাষ্ট্র ক্রিকেট ‍অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শারদ পাওয়ার।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।